এই মুহূর্তে সোনার ফসল আমন ধান রয়েছে প্রায় প্রত্যেকের জমিতে।আর কিছুদিন পরে তা গোলায় উঠবে।যা দিয়ে সারা বছরের খাবারের জোগান থাকবে প্রতিটি ঘরে । কিন্তু হাতির হানায় গ্রামবাসীদের অবস্থা বর্তমানে খুব সঙ্গীন। জমির ফসল প্রতিদিন খেয়ে ও নষ্ট করে যাচ্ছে হাতির দল। তাই ক্ষতিপূরণ ও হাতির হামলা ঠেকাতে বারবিশা বিট অফিসে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।কিন্তু তাতেও কোনও লাভ হয়না।
advertisement
ঘটনার বিবরণ জানিয়ে বিট অফিসারের হাতে স্মারকলিপি তুলে দিয়েছিলেন গ্রামবাসীরা। বিট অফিসার বিজয় সার্কি বলেন, হাতির হামলা বেড়ে গেছে ,আমরা বিষয়টি দেখছি। ক্ষতিপূরণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখে ,আমরা সময়মত পাঠিয়ে দেই ওপরে।এলাকাবাসীদের অভিযোগ এইভাবে দিনের পর দিন আতঙ্ক নিয়ে থাকতে পারছেন না তারা।হাতি এসে কখন বাড়িঘর ভেঙে দেয় সেই ভয় মনে চেপে বসেছে তাদের।বিট অফিসের পক্ষ থেকে সময় চাওয়া হয়েছে তাদের কাছে।তারা আর পনেরো দিন দেখবেন।হাতির হানা বন্ধ না হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Annanya Dey