TRENDING:

Alipurduar News | SSC | School: হাজার হাজার চাকরি প্রার্থী! এদিকে স্কুলে প্রধান শিক্ষক ছাড়া আর কোনও টিচার নেই!

Last Updated:

Alipurduar News | SSC | School: রাজ্যে হাজার হাজার ছেলে মেয়ে চাকরি প্রার্থী। এদিকে এই স্কুলে মাত্র একজন শিক্ষক। তিনি কোনও মতে চালাচ্ছেন স্কুল! দিনে মাত্র দু'টো বিষয় পড়াতে পারছেন! করুণ দশা ছাত্র-ছাত্রীদের!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার: সহকারী শিক্ষক নেই, বিদ্যালয়ে জুতো সেলাই থেকে চন্ডী পাঠ, সকল দায়িত্ব একাই সামলাচ্ছেন প্রধান শিক্ষক। এ যেন অনেকটা দশভুজা অবতার প্রধান শিক্ষকের। পূর্ণাঙ্গ পরিকাঠামো নিয়ে সগর্বে দাঁড়িয়ে আছে ফালাকাটা ব্লকের দলগাঁও -সরুগাঁও জুনিয়র হাই স্কুল। পড়ুয়া সংখ্যাও আছে প্রচুর। কিন্তু যারা স্কুলের মেরুদন্ড, যাঁদের দ্বারা চলবে পঠনপাঠন, তাঁরাই নেই স্কুলে।তাই একাই স্কুল চালাতে বাধ্য হচ্ছেন প্রধান শিক্ষক।আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের দলগাঁও-সরুগাঁও জুনিয়র হাইস্কুলের বর্তমান ছবি এমনই। ২০১১ সালে গড়ে ওঠে এই স্কুলটি।পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ার সুযোগ আছে ওই স্কুলে।সরকারি নিয়মে মোট চার জন শিক্ষক থাকার কথা ওই স্কুলে। এক প্রধান শিক্ষককেই দেখা যায় এই স্কুলে।
advertisement

বর্তমানে চারটি ক্লাস মিলিয়ে ১৫০ জন ছাত্রছাত্রী থাকলেও শিক্ষক রয়েছেন একজনই। কারণ উৎসশ্রীর দৌলতে বদলির সুযোগ নিয়ে বাড়ির কাছে চলে গিয়েছেন একে একে তিন শিক্ষক। ফলে দীর্ঘদিন ধরে ধুঁকছে ওই স্কুলটির পঠনপাঠন।অথৈজলে পড়ুয়ারা।প্রতিদিন মেরেকেটে দু'টি বিষয়ে ক্লাস হয় ওই স্কুলে।সঙ্গে চলে মিডডে মিল।

আরও পড়ুন: বোর্তির বিল! মাত্র কয়েক মাস জেগে থাকে এই বিল! ঘুরে আসুন ভাইরাল বিল

advertisement

যার সবটাই একা হাতে দেখভাল করতে হয় স্কুলের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র রায়কে।বিশেষ অসুবিধের কারনে তিনি কখনও স্কুলে না আসতে পারলে অচলাবস্থা তৈরি হয় স্কুলটিতে। ওই স্কুলের বেহাল দশা নিয়ে পড়ুয়াদের মধ্যেও বিস্তর অভিযোগ ও অনুযোগ রয়েছে।কবে ওই স্কুলে শিক্ষকরা আসবেন তা নিয়ে কোনো আশ্বাস দিতে পারেননি জেলার শিক্ষা দপ্তরের কর্তারা।তবে বিকল্প হিসেবে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ওই স্কুলে পাঠানোর প্রচেষ্টা চলছে বলে জানা গিয়েছে।এমনকি ডিপিএসসির থেকে প্যারা টিচারদের এই স্কুলে এনে ক্লাস নেওয়ার পরামর্শ নেওয়া হচ্ছে বলে এক শিক্ষাকর্তা জানান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News | SSC | School: হাজার হাজার চাকরি প্রার্থী! এদিকে স্কুলে প্রধান শিক্ষক ছাড়া আর কোনও টিচার নেই!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল