TRENDING:

Alipurduar News: অপরূপ সৌন্দর্যে মোড়া বাংলার তুড়তুড়ি খণ্ডের বিষয়ে জানেন? কী মারাত্মক বিপদে এই অঞ্চল!

Last Updated:

পাহাড়ি নদীর স্রোতে পাথর ও বালি ঢুকে নষ্ট চাষের জমি, সংকটে কুমারগ্রাম ব্লকের তুরতুরি খণ্ডের বাসিন্দারা। (Alipurduar News)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার: পাহাড়ি নদীর স্রোতে পাথর ও বালি ঢুকে নষ্ট চাষের জমি, সংকটে কুমারগ্রাম ব্লকের তুড়তুড়ি খণ্ডের বাসিন্দারা।গত কয়েক দিনের অবিরাম বৃষ্টিতে ভুটান পাহাড় থেকে নেমে আসা ছোট বড় সবগুলো নদীই ফুলে ফেঁপে উঠেছিল। এই নদীগুলি প্রবল স্রোতের সঙ্গে বয়ে এনেছে বালি ও পাথর । বাঁধ ভেঙে সেই জল ঢুকেছিল কুমারগ্রাম ব্লকের ভুটান সংলগ্ন তুরতুড়ি খণ্ডের কাঞ্জলি বস্তিতে।
advertisement

যদিও পরের দিন জল নেমে যায় এলাকা থেকে।কিন্তু গ্রামের চাষের জমিতে থেকে যায় পাহাড় থেকে বয়ে আনা বালি ও নুড়ি পাথর।যার জেরে এবার সংকটের মুখোমুখি ওই বস্তির বাসিন্দারা।এই এলাকায় কর্মসংস্থানের তেমন কোনো ব্যবস্থা নেই।তাই এলাকার বাসিন্দাদের অধিকাংশ পরিবারের পুরুষরা ভিনরাজ্যে কাজ করছে। চাষবাস সহ বাড়ির বাকি সমস্ত কিছু সামলায় বাড়ির মহিলারা।

advertisement

আরও পড়ুন: 'মনে হচ্ছে আমার বুকের উপর কেউ দাঁড়িয়ে'! বাবা কেকে-র জন্য আবেগঘন ছেলে নকুল

জমিতে বালি পাথর ঢুকে যাওয়ায় চাষবাস করা সম্ভব হবে না বলে জানিয়েছেন বাসিন্দারা। ধান চাষের জন্য তৈরি করা বীজতলা ইতিমধ্যেই নষ্ট হয়ে গিয়েছে জলের স্রোতে। এই ক্ষেতের ধানেই সারা বছর চলত তাদের ।এবার কি ভাবে হবে তাদের আগামী দিনের অন্নের সংস্থান সেই চিন্তায় ঘুম উড়েছে গ্রামবাসীদের।

advertisement

আরও পড়ুন: মর্মান্তিক, টনসিলের অস্ত্রোপচার করাতে গিয়ে মৃত্যু ব্রাজিলিয়ান সুন্দরীর!

তাদের অভিযোগ এত কিছু হয়ে যাওয়ার পরেও প্রশাসনের পক্ষ থেকে কেউ আসেনি তাদের খোঁজ নিতে।তারাও এই ব্লকের বাসিন্দা।বাইরের কেউ তো না।তাহলে কেন তাদেরকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে। যদিও এই বিষয়ে কুমারগ্রাম ব্লক দফতর থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রশাসনের তরফ থেকে কোনও প্রতিনিধি কি আসবেন তাদের খোঁজ নিতে?প্রশ্ন এলাকাবাসীদের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দু’ পাশ দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা ও মহিষমারি, মাঝে দাঁড়িয়ে উত্তরবঙ্গের একমাত্র সূর্যমন্দির
আরও দেখুন

অনন্যা দে

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: অপরূপ সৌন্দর্যে মোড়া বাংলার তুড়তুড়ি খণ্ডের বিষয়ে জানেন? কী মারাত্মক বিপদে এই অঞ্চল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল