Nakul Krishna on KK: 'মনে হচ্ছে আমার বুকের উপর কেউ দাঁড়িয়ে'! বাবা কেকে-র জন্য আবেগঘন ছেলে নকুল

Last Updated:

তেমনই কেকে-র গানের মাধ্যমেই প্রিয় গায়ককে মনে রেখেছেন অনুরাগীরা। (Nakul Krishna on KK)

Nakul Krishna on KK
Nakul Krishna on KK
#মুম্বই: জনপ্রিয় গায়ক কেকে-র প্রয়াণের পর কেটে গিয়েছে প্রায় দু'সপ্তাহ। গত ৩১ মে কলকাতার নজরুল মঞ্চে লাইভ শো করার পর কিছু সময় যেতে না যেতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন কেকে। গায়কের মৃত্যুর খবরে শোরগোল পড়ে যায় গোটা দেশজুড়ে। আচমকা এমন মর্মান্তিক মৃত্যু কেউ যেন মেনে নিতে পারছিলেন না। তবে সময়ের প্রলেপ পড়ে সব ক্ষতেই। তেমনই কেকে-র গানের মাধ্যমেই প্রিয় গায়ককে মনে রেখেছেন অনুরাগীরা। (Nakul Krishna on KK)
কৃষ্ণকুমার কুন্নথ ওরফে কেকে-র মৃত্যুর দীর্ঘদিন পর মনের কথা শেয়ার করলেন তাঁর ছেলে নকুল কৃষ্ণ। ইনস্টাগ্রামে বড় পোস্ট লিখেছেন তিনি। এবং সেখানে বাবাকে হারিয়ে তাঁর মনের ভিতর কী ভয়ঙ্কর দোলাচল-শোরগোল চলছে এবং মন খুলে কাঁদার কথাই নকুল বলেছেন। নকুল লিখেছেন, '৩ সপ্তাহ আগে কী ঘটেছিল তা ভেবে উঠতে আমার খানিক সময় লেগেছে। আমি রুদ্ধ, ব্যথায় মগ্ন, মনে হচ্ছে আমার বুকের উপর কেউ দাঁড়িয়ে রয়েছেন।...'
advertisement
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: যৌনমিলনের পর প্রস্রাব করা কি উচিত? শরীরে কী প্রভাব পড়ে এর জানেন?
নকুল লিখেছেন, 'কত মানুষ শুধু একবার তোমাকে দেখতে চাইছিলেন... এবং সেখানে আমরা এত ভালোবাসার মধ্যে জড়িয়ে একসঙ্গে ছিলাম। আমি তোমাকে সামনে থেকে দেখার সুযোগ পেয়েছি, তুমি কীভাবে মানুষের সঙ্গে মিশতে, তোমার কাজ নিয়ে তুমি কতটা আবেগপ্রবণ, বিশেষ করে গান যা তুমি ঈশ্বরের মতো ভালোবাসতে।... শুধু ইতিবাচকতায় মন ছিল তোমার এবং নেতিবাচকতাকে সরিয়ে রাখতে তুমি।'
advertisement
আরও পড়ুন: ডিমের কুসুমে রক্তের দাগ দেখেছেন কখনও? এই ডিম খেয়ে ফেললে কী হবে জানেন?
বাবার সঙ্গে একাধিক আদুরে ছবি পোস্ট করে নকুল বুঝিয়ে দিয়েছেন, কেকে-র সঙ্গে তাঁর সম্পর্কের গভীরতা ঠিক কতটা ছিল। এবং লেখার শেষে তিনি ফের কেকে-র সঙ্গেই দেখা করতে চান বলে আশার কথা বলেছেন। সদ্য কেটেছে পিতৃদিবস। সেই উপলক্ষেই বাবা কেকে-কে চিরতরে হারানোর ব্যথা বুকে নিয়ে ছবি ও লেখা পোস্ট করেছেন নকুল। কেকে-র ছেলেও সঙ্গীতের জগতের সঙ্গেই যুক্ত।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Nakul Krishna on KK: 'মনে হচ্ছে আমার বুকের উপর কেউ দাঁড়িয়ে'! বাবা কেকে-র জন্য আবেগঘন ছেলে নকুল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement