একটি লেপার্ড মানিক মিয়ার হাতে থাবা বসায়। মানিক মিয়া নিজের প্রাণ বাঁচাতে লাঠি দিয়ে তিনটি লেপার্ডের সাথে লড়াই করে। তার চিৎকারে অন্যান্য চা শ্রমিকরা দৌড়ে চলে এলে লেপার্ড তিনটি পালিয়ে যায় । পরবর্তীতে বাগানের শ্রমিকরা মানিক মিঞাকে লতাবাড়ি হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।
আরও পড়ুন: চুল পড়ে যাচ্ছে? পাকা চুল! কিছুতেই বাড়ছে না চুল! ভিটামিন ই ক্যাপসুলেই আছে সব সমস্যার সমাধান
advertisement
আটিয়াবাড়ি চা বাগানে সম্প্রতি ঘন ঘন লেপার্ডের আক্রমণের ঘটনা সামনে আসছে । দুই সপ্তাহ আগেও একজন মহিলা চা শ্রমিক আটিয়াবাড়ি চা বাগানে লেপার্ডের হানায় জখম হয়েছিল।
Annanya Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
April 26, 2023 8:30 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: চা বাগানে কাজ করছিলেন শ্রমিক! হঠাৎ তিনটি লেপার্ড এক সঙ্গে হামলা করে বসে! তারপর? জানুন