TRENDING:

Alipurduar News: জঙ্গলঘেরা গ্রামে দূষিত জলই ভরসা! মাসের পর মাস কেটে যায় খেয়াল রাখে না কেউ

Last Updated:

Alipurduar News: গ্রামে যে কোনও জায়গায় কল খুললে বেরিয়ে আসে ঘোলাটে জল। কিন্তু কোনও উপায় নেই বাধ‍্য হয়ে এই জল পান করতে হয় আঠাশ মাইলের বাসিন্দাদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: গ্রামে যে কোনও জায়গায় কল খুললে বেরিয়ে আসে ঘোলাটে জল। কিন্তু কোনও উপায় নেই বাধ‍্য হয়ে এই জল পান করতে হয় আঠাশ মাইলের বাসিন্দাদের। বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গলের একটি প্রত‍্যন্ত এলাকা আঠাশ মাইল। গ্রামে প্রবেশ করলেই মিলবে সবুজের হাতছানি।কিন্তু তার মাঝেও থেকেই যায় জলের হাহাকার।
advertisement

আরও পড়ুনঃ ডেঙ্গির থাবা জলপাইগুড়িতে, অবস্থার মোকাবিলায় তৎপর জেলা স্বাস্থ্য দফতর!

গরম ও বর্ষাকালে জল পাওয়া গেলেও,শীতকালে জল তো মেলেই না।স্থানীয়দের কথায় এই ঘটনা আজকের না। একদম প্রথম থেকেই জলের সমস‍্যা রয়েছে। জঙ্গলঘেরা গ্রাম, স্বাভাবিকভাবে প্রত‍্যন্ত এলাকা। তাই কারও নজর পরে না গ্রামে।

advertisement

ঘোলাটে জলকেই পানযোগ‍্য করে নিতে হয় তাঁদের। কারণ এছাড়া আর কোনও উপায় নেই। বাবা ,ঠাকুরদাদের যেভাবে এই জলকে পানযোগ‍্য করতে দেখেছে এলাকাবাসীরা। সেই পথ তাঁরাও বেছে নিয়েছেন। এলাকায় একটি রিজার্ভার রয়েছে। বৃষ্টির জল এই রিজার্ভারে ভরে রাখা হয়। তবে, রিজার্ভার উন্মুক্ত থাকায় হয়েছে সমস‍্যা। সংলগ্ন পাহাড়ের মাটি জল এসে পানীয় জল ঘোলা করে দেয়। এই সমস‍্যার সুরাহা হয়না বলে জানালেন এলাকাবাসীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: জঙ্গলঘেরা গ্রামে দূষিত জলই ভরসা! মাসের পর মাস কেটে যায় খেয়াল রাখে না কেউ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল