আরও পড়ুনঃ ডেঙ্গির থাবা জলপাইগুড়িতে, অবস্থার মোকাবিলায় তৎপর জেলা স্বাস্থ্য দফতর!
গরম ও বর্ষাকালে জল পাওয়া গেলেও,শীতকালে জল তো মেলেই না।স্থানীয়দের কথায় এই ঘটনা আজকের না। একদম প্রথম থেকেই জলের সমস্যা রয়েছে। জঙ্গলঘেরা গ্রাম, স্বাভাবিকভাবে প্রত্যন্ত এলাকা। তাই কারও নজর পরে না গ্রামে।
advertisement
ঘোলাটে জলকেই পানযোগ্য করে নিতে হয় তাঁদের। কারণ এছাড়া আর কোনও উপায় নেই। বাবা ,ঠাকুরদাদের যেভাবে এই জলকে পানযোগ্য করতে দেখেছে এলাকাবাসীরা। সেই পথ তাঁরাও বেছে নিয়েছেন। এলাকায় একটি রিজার্ভার রয়েছে। বৃষ্টির জল এই রিজার্ভারে ভরে রাখা হয়। তবে, রিজার্ভার উন্মুক্ত থাকায় হয়েছে সমস্যা। সংলগ্ন পাহাড়ের মাটি জল এসে পানীয় জল ঘোলা করে দেয়। এই সমস্যার সুরাহা হয়না বলে জানালেন এলাকাবাসীরা।
advertisement
Annanya Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 27, 2023 8:33 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: জঙ্গলঘেরা গ্রামে দূষিত জলই ভরসা! মাসের পর মাস কেটে যায় খেয়াল রাখে না কেউ





