বৈশাখী পূর্ণিমার এই পবিত্র তিথিতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন এই দিনে বৌদ্ধধর্মাবলম্বীরা স্নান সেড়ে নতুন বস্ত্র পরিধান করে। গুম্ফায় বুদ্ধের বন্দনায় রত থাকেন। ভক্তরা প্রতিটি মন্দিরে বহু প্রদীপ প্রজ্জ্বলিত করেন, ফুলের মালা দিয়ে মন্দিরগৃহ সুশোভিত করে বুদ্ধের আরাধনায় নিমগ্ন হন। এছাড়া বুদ্ধগণ এই দিনে বুদ্ধ পূজার পাশাপাশি পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ, সমবেত প্রার্থনা করে থাকেন।
advertisement
আরও পড়ুন: এমন প্রেমের কথা জীবনেও শোনেননি! ত্রিকোণ সম্পর্কের জেরে যা কাণ্ড হল, তাজ্জব বনগাঁ
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এদিন ভাটপাড়া চা বাগানের গুম্ফা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।এই শোভাযাত্রায় বৌদ্ধ ধর্মগ্রন্থ মাথায় নিয়ে হাঁটেন ধর্মাবলম্বী মানুষেরা।এই শোভাযাত্রায় হাজির হয়েছিলেন কালচিনির বিধায়ক বিশাল লামা।
advertisement
Annanya Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
May 05, 2023 6:23 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: বুদ্ধ পূর্ণিমা পালিত হল ডুয়ার্সের চা বলয়জুড়ে! দেখুন ভিডিও