শুক্রবার ওই বাইসনটিকে আবার দেখতে পান এলাকার সাধারণ মানুষরা।এলাকাবাসীদের কথায় তারা নিজেদের অসুরক্ষিত মনে করছেন।বাইসনটি বাড়ির উঠোন দিয়ে দৌড়াচ্ছে।বাড়ির বেড়া ভেঙে দিচ্ছে।তাণ্ডব চালাচ্ছে পাট খেতে।রোজ এমন ঘটনা মেনে নেওয়া যায় না।
আরও পড়ুন: ভিটামিন ই ক্যাপসুল ত্বকের জাদুকর! যৌবন থাকবে টান-টান! শুধু জানতে হবে ব্যবহারের সঠিক পদ্ধতি
advertisement
আরও পড়ুন:
এরপর খবর দেওয়া হয় জলদাপাড়া বনদফতরে। বনকর্মীরা বাইসন উদ্ধার করার জন্য চেষ্টা চালাচ্ছে।এখনও বাইসনটিকে বাগে আনতে পাড়েনি বনকর্মীরা।বাইসনটির ওপর নজরদারী চালাচ্ছে বনকর্মীরা।
Annanya Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
April 28, 2023 6:41 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: উঠোনে ছুটছে, পাট ভাঙছে ! বনকর্মীদের নাজেহাল করে রেখেছে এই বাইসন! দেখুন কাণ্ড