TRENDING:

Alipurduar News: ভিন রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ একমাত্র ছেলে! বেঁচে আছে তো? কান্নায় ভেঙে পড়লেন বাবা-মা!

Last Updated:

Alipurduar News: নিখোঁজ একমাত্র  উপার্জনশীল ছেলে,চোখের জলে  দিন কাটে আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের অসহায় বৃদ্ধ মা বাবার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার: নিখোঁজ একমাত্র উপার্জনশীল ছেলে,চোখের জলে দিন কাটে অসহায় বৃদ্ধ মা বাবার। এক বছরের বেশি সময় ধরে পরিবারের একমাত্র উপার্জনশীল সন্তান নিখোঁজ । অনেক খোঁজাখুঁজির পরেও পাওয়া যায়নি তাকে।ছেলে কেমন আছে? আদৌ বেঁচে আছে তো প্রশ্ন বৃদ্ধ মা ও বাবার।দুশ্চিন্তায় বৃদ্ধ অসহায় পিতা মাতার দিন কাটে চোখের জলে।এক বছর আগে বাবার সঙ্গে প্রতিবেশি রাজ্য অসমের গৌহাটিতে নির্মাণ কাজ করতে গিয়েছিল আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের মধ্য পারোকাটা গ্রামের যুবক জয়নাল মিয়া ,ওরফে আলতাফ।সেখানে দু তিন দিন বাবার সাথে ভালো ভাবে কাজও করে জয়নাল।তারপর হঠাৎ সে নিখোঁজ হয়ে যায় ।তার বাবা তাকে সেখানে খুঁজে পাননি।গৌহাটির নুনমাটি থানায় জয়নালের নিখোঁজ সংক্রান্ত অভিযোগ করা হয় সে সময়।
advertisement

কিন্তু তার কোন খোঁজ আজ পর্যন্ত দিতে পারেনি অসম পুলিশ বলে অভিযোগ জয়নালের বাবা খোকা মিয়াঁর।এদিকে ছেলেকে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে জয়নালের বৃদ্ধ বাবা খোকা মিয়া গৌহাটির থেকে ফিরে আসেন আলিপুরদুয়ারে। তারপর তিনি একটি দুর্ঘটনার শিকার হয়ে কর্ম ক্ষমতা হারিয়ে ফেলে। তার এখন দিন কাটে শুয়ে বসে। জয়নালের মা মানুষের বাড়িতে পরিচারিকার কাজ করে কোনও রকমে দুজনের মুখের অন্নের সংস্থান করে চলছেন । অর্থের অভাবে অসমে ঠিকমত খবরও নিতে পারেন না ছেলের নিখোঁজ হওয়ার বিষয়ে।

advertisement

অসহায়ের মত ছেলের বাড়ি ফেরার পথ চেয়ে বসে থাকেন বাবা মা।আশা একটাই এই বুঝি ছেলে ফিরল। কিন্তু নিরাশ হতে হচ্ছে প্রতিবারই।প্রতিবেশীরাও জয়নালের নিখোঁজের ঘটনায় পরিবারের প্রতি সমব্যথী। তারাই প্রতিনিয়ত খোঁজ খবর নেয় জয়নালের এই অসহায় পিতা মাতার।স্বামী নিখোঁজ হওয়ার পর থেকে জয়নালের স্ত্রী এই বাড়িতে থাকেন না।ছেলে বেঁচে আছে তো?প্রশ্ন বাবা-মায়ের। এ বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান পার্বতী দাস জানান,  "খবরটি সদ্য শুনেছেন।পরিবারটি অসহায়।এই বৃদ্ধ বয়সে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পরিবারটির পাশে দাঁড়ানো হবে।যথাসাধ্য সাহায্য করা হবে।"

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: ভিন রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ একমাত্র ছেলে! বেঁচে আছে তো? কান্নায় ভেঙে পড়লেন বাবা-মা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল