কিন্তু তার কোন খোঁজ আজ পর্যন্ত দিতে পারেনি অসম পুলিশ বলে অভিযোগ জয়নালের বাবা খোকা মিয়াঁর।এদিকে ছেলেকে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে জয়নালের বৃদ্ধ বাবা খোকা মিয়া গৌহাটির থেকে ফিরে আসেন আলিপুরদুয়ারে। তারপর তিনি একটি দুর্ঘটনার শিকার হয়ে কর্ম ক্ষমতা হারিয়ে ফেলে। তার এখন দিন কাটে শুয়ে বসে। জয়নালের মা মানুষের বাড়িতে পরিচারিকার কাজ করে কোনও রকমে দুজনের মুখের অন্নের সংস্থান করে চলছেন । অর্থের অভাবে অসমে ঠিকমত খবরও নিতে পারেন না ছেলের নিখোঁজ হওয়ার বিষয়ে।
advertisement
অসহায়ের মত ছেলের বাড়ি ফেরার পথ চেয়ে বসে থাকেন বাবা মা।আশা একটাই এই বুঝি ছেলে ফিরল। কিন্তু নিরাশ হতে হচ্ছে প্রতিবারই।প্রতিবেশীরাও জয়নালের নিখোঁজের ঘটনায় পরিবারের প্রতি সমব্যথী। তারাই প্রতিনিয়ত খোঁজ খবর নেয় জয়নালের এই অসহায় পিতা মাতার।স্বামী নিখোঁজ হওয়ার পর থেকে জয়নালের স্ত্রী এই বাড়িতে থাকেন না।ছেলে বেঁচে আছে তো?প্রশ্ন বাবা-মায়ের। এ বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান পার্বতী দাস জানান, "খবরটি সদ্য শুনেছেন।পরিবারটি অসহায়।এই বৃদ্ধ বয়সে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পরিবারটির পাশে দাঁড়ানো হবে।যথাসাধ্য সাহায্য করা হবে।"
Annanya Dey