তার এই যাত্রা সম্পর্কে সামতেন তামাং জানান, তিনি নেপালের কাঠমান্ডুতে এক স্যালো-তে কাজ করতেন। সেখানে এক ব্যক্তির সাথে তার দেখা হয়। তার সঙ্গে কথা বলে তার মনে হয়েছিল দেশের সুনামের জন্য কিছু করা উচিত।পাশাপাশি সমাজকে সুস্থ থাকার বার্তা দেওয়ার লক্ষ্যে তিনি সাইকেল নিয়ে যাত্রা শুরু করেছিলেন।ভারতের উত্তরাখণ্ড সংলগ্ন যে নেপাল সীমান্ত রয়েছে।তিনি ওই এলাকা থেকে সাইকেল নিয়ে যাত্রা শুরু করেছিলেন। মাঝে পাহাড় জঙ্গল পড়েছিল।
advertisement
সেখানে রাত কাটাতে অসুবিধার মুখে পড়তে হয়েছিল তাকে।সব অতিক্রম করে, অবশেষে তিনি তার জয় পেয়েছেন।এই জয়ে তিনি আপ্লুত। এছাড়াও সামতেন তামাং জানান ভবিষ্যতে মাউন্ট এভারেস্ট জয়ের লক্ষ রয়েছে তার। সামতেন এর কথায় মনে অদম্য জেদ থাকলে যুব সমাজ পারে যেকোনও প্রতিকুলতাকে জয় করতে।এইজন্য যুব সমাজকে যেকোনও আসক্তির পথ ছেড়ে নিজের মনকে শক্ত করতে হবে।নেশার অন্ধকার দুরে সরাতে হবে।নতুন ভারত গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলতে হবে। যারজন্য যোগ,ব্যায়াম,সাইকেলিং সহ বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে যুব সমাজকে নিজেদের সমর্পণ করতে হবে। তবেই দেশের নাম উজ্জ্বল হবে।
Annanya Dey