শপিং মলের কথা এলেই আমরা বুঝি সেখানে এক ছাদের তলায় সব জিনিস পাওয়া যায়।এবার সেই একই ভাবে তৈরি হচ্ছে বইয়ের শপিং মল।বইপ্রেমীদের বইয়ের চাহিদা মেটাতেই তিনতলা জুড়ে বইয়ের সম্ভার।কোনও বইয়ের জন্য ছুটতে হত কলকাতা।এদিকে কলকাতা যাতাযাত ব্যয় সাপেক্ষ।তাই বই কেনার ইচ্ছে থাকলেও তা হয়ে উঠত না জেলাবাসীদের কাছে।
কি কি বই মিলবে?
advertisement
বইপ্রেমী শিক্ষক পার্থ সাহা এই যন্ত্রনা বুঝে,তা লাঘব করতে বইয়ের শপিং মল গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন।এখানে এক ছাদের তলায় থাকবে বইয়ের সম্ভার।সাহিত্য থেকে রেফারেন্স বই সবই মিলবে এই বইয়ের শপিংমলে।
.শিশু সাহিত্য
.কল্পবিঞ্জান
.সাহিত্য
.কাব্য
.ঘরকন্যার বই
.রেফারেন্স বই
বইমহলের ভাবনা
এ ব্যাপারে বইপ্রেমী শিক্ষক ডঃ পার্থ সাহা বলেন,এটি করার সুপ্ত বাসনা ছিল দীর্ঘদিনের।তিনি যখন উঁচু ক্লাসে পড়াশুনো করছিলেন তখন একটা সময় বই এর জন্য কলকাতা ছুটতে হয়েছে।তাই বইয়ের শপিং মল করার চিন্তাভাবনা করেছি।ই বুক থাকলেও নতুন বইয়ের গন্ধ আলাদা,এটা থাকবেই।উত্তরসূরী দের কাছে যাতে বই এর পাতার গন্ধের নেশা ঢোকানো যায় সেজন্য এই উদ্যেগ।যাতে উত্তরসূরীদের চোখ সোশ্যাল সাইট থেকে সরিয়ে বইয়ের পাতায় আটকানো লক্ষ্য। তিনি আর ও বলেন,বইমহল সংস্কৃতির কেন্দ্র হবে।বইপ্রকাশের অনুষ্ঠান,সাহিত্যের আড্ডা সবই হবে।
সামাজিক কাজ
দুঃস্থ ছাত্রদের পড়াশুনোয় যাতে কোনও প্রতিবন্ধকতা না আসে তার জন্য পাশে থাকবে বই মহল।এছাড়াও বছরে দুঃস্থ ৩ জন ছাত্রের দায়িত্ব নেবে বইমহল। উত্তরের সাহিত্যেকদের সম্মান দেবে বইমহল। এদিকে উদ্বোধনের আগে বইমহলে উপচে পড়েছে বইপ্রেমীদের ভিড়।শপিংমলের মতো একটি ব্যাগ হাতে নিয়ে পছন্দের বই তুলে নিচ্ছেন তারা।আলিপুরদুয়ারে বইয়ের মল একটি অনন্য ভাবনা বলছেন বইপ্রেমীরা।ঠিকানা: B.F Road,Beside-punjab national Bank,AlipurduarPin : 736122, ফোন নম্বর: 98325-63014
Annanya Dey