প্রায় ১২ হাজার মানুষ বাঁশের সাঁকো পেরিয়ে ব্লক অফিস,জেলা শহরের সঙ্গে যোগাযোগ রাখতেন। বিপাকে পড়ত ছাত্র ছাত্রীরা।অবশেষে প্রায় দেড় কোটি টাকা খরচ করে ওই এলাকায় দুটি পাকা সেতু হচ্ছে।
ওই এলাকা পরিদর্শনে যান জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা ও আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে। তাঁরা ওই এলাকা ঘুরে বাঁশের সাঁকো দুটি দেখেন। চপোড় নদীর উপরে দুটি বাঁশের সাঁকো পরিদর্শন করেন তাঁরা।
advertisement
আরও পড়ুন: লাল চন্দন কাঠ পাচারে যুক্ত সরকারি আধিকারিক যে ভাবে পুলিশের জালে ধরা দিল তা হার মানাবে সিনেমার গল্পকে
তপসিখাতা আয়ুস হাসপাতালের পাশাপাশি ব্লক,জেলা শহরে যাওয়ার পথে অসুবিধায় কামসিং এলাকার বহু মানুষ। ছাত্র ছাত্রীরাও বিপাকে পড়ে যাতাযাত করতেন। এর আগে ওই এলাকায় সাঁকো দুটি পরিদর্শন করতে আসেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে।
আরও পড়ুন: রেশনের বদলে নগদ টাকা! রেশন-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ স্থানীয়দের
এলাকাবাসির দীর্ঘদিনের দাবি পাকা সেতুর।জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা জানান পাকা সেতু দুটি হচ্ছে। টেন্ডার হয়ে গিয়েছে। কাজ শুরু হবে। একই কথা জানিয়েছেন সহকারী জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে। খুশি স্থানীয়রা।
Annanya Dey