জলদাপাড়া নর্থের রেঞ্জের তরফে জানা যায়, ওই ব্যক্তি জলদাপাড়া জাতীয় উদ্যানের ভেতর শৌচকর্ম করতে গিয়েছিলেন। সেখানেই বন্যপ্রাণীর আক্রমণে জখম হন। যেহেতু সংরক্ষিত এলাকার ভেতর ঘটনা, সেহেতু কোনও চিকিৎসা খরচ পাবেন না। বন্য জন্তুর তাণ্ডব বেড়ে চলেছে মাদারিহাট এলাকায়।কখনও বুনো হাতির হানা,কখনও বাইসনের হানা প্রবল আকার ধারণ করে এলাকায়।এদিকে বনকর্মীদের টহলদারি নিয়ে প্রশ্ন উঠছে এলাকায়।
advertisement
আরও পড়ুন: টোটো রিজার্ভ করে, চালককে বেহুঁশ! ভয়াবহ কাণ্ড ঘটাল দুষ্কৃতীরা!
এর আগেও এই বিষয়ে প্রশ্ন উঠেছিল এলাকায়।যদিও বন দফতরের তরফে জানান হয়েছে বনের নিয়ম লঙ্ঘন করে কোনও ব্যক্তি যদি জঙ্গলে ঢুকে যায় তাহলে আর কিছু করার নেই।সাবধানতা বজায় চলার দায়িত্ব সকলের।এই বিষয়টি জানান হয় বন দফতরের তরফে। জঙ্গলের পাশেই এশিয়ান হাইওয়ে।গ্যারেজ,হোটেল বিক্ষিপ্তভাবে রয়েছে এই এলাকায়।ঘটনার পর সকলেই ভয় পেয়েছেন।জঙ্গলের বাইরেও যে কোনও দিন চলতে পারে বাইসনের তাণ্ডব বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসীরা।
Annanya Dey