এলাকাটি বন দফতরের জলপাইগুড়ি ডিভিশনের দলগাঁও রেঞ্জের অন্তর্গত। স্থানীয় ও বন দফতর সূত্রে জানা গিয়েছে, এই এলাকায় কিছুদিন ধরেই স্থানীয়দের গবাদি প্রাণী হারিয়ে যাচ্ছিল৷ কে এই কাণ্ড ঘটাচ্ছে তাই নিয়ে আতঙ্ক ক্রমশ বাড়ছিল৷
আরও দেখুন
স্থানীয়রা বন দফতরের দ্বারস্থ হলে রহিমপুর চা বাগান লাগোয়া এই গ্রামে তিনদিন আগে লেপার্ড ধরতে খাঁচা পাতে দলগাঁও রেঞ্জের কর্মীরা। শনিবার সকালে একটি পূর্ণবয়স্ক পুরুষ লেপার্ড খাঁচাবন্দি হয়। লেপার্ডটিকে উদ্ধার করে নিয়ে যান বনকর্মীরা। এদিকে লেপার্ডটি খাঁচাবন্দি হওয়ায় স্বস্তিতে এলাকাবাসীরা।
advertisement
Annanya Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
April 30, 2023 9:37 AM IST