হোলি এমনই একটি উৎসব যা সমাজের প্রতিটি মানুষের মধ্যে এক আলাদা আনন্দের সঞ্চার করে।চা বাগানের ফাগুয়া উৎসবের জুড়ি মেলা ভার।তবুও এই সরল মনের মানুষগুলি বঞ্চনার শিকার হন।প্রাপ্য বুঝে নিতে অনেকটা সময় লেগে যায় তাদের।এই মানুষগুলো পছন্দের ফাগুয়া নিয়ে বিশেষ কোনও প্রস্তুতি নিতে পারেননি।এদিকে দফতরের কাজ সেরে হোলি খেলতে কালচিনি চা বাগানের শ্রমিক মহল্লায় যান কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ।
advertisement
আরও পড়ুন: ট্রেনের কামরার পিছনে কেন X চিহ্ন থাকে? জেনে নিন এই অজানা তথ্য
আরও পড়ুন: নারী দিবসের বাম্পার ধামাকা! কলকাতায় সোনার দামে ধস, প্রতি গ্রামে আরও সস্তা
শিশুদের আবির রঙে রাঙিয়ে তোলার পাশাপাশি তাদের হাতে তুলে দেন উপহার।শিশুরা আবীর,পিচকারি পেয়ে খুব খুশি।আবীর ছুঁইয়ে দেয় বিডিওকে।হোলি খেলার সঙ্গে চলে মিষ্টিমুখের পালা। কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ জানান,"হোলিতে শ্রমিক মহল্লার খোঁজ নিতে এসেছিলেন তিনি।এই মহল্লার কচিকাঁচাদের হোলি খেলে মন ভাল হল।"
Annanya Dey