জখম ব্যক্তির নাম কমল ভুজেল। বয়স ৫২ বছর। তিনি মাদারিহাটের পূর্ব খয়েরবাড়ির বাসিন্দা। তাঁর দুই পা ভেঙে গিয়েছে বলে জানা যায়।আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকদের আশঙ্কা, কমল ভুজেলের বাঁচার সম্ভাবনা খুবই কম।
আরও পড়ুন: শুরু ২৪-এর তোড়জোড়! অনুব্রত গড়ে আসছেন শাহ, রাজ্যে আসবেন প্রধানমন্ত্রীও
advertisement
সোমবার বিকেলে জলদাপাড়া জঙ্গলে কাঠ সংগ্রহ করতে প্রবেশ করে কমল ভুজেল। পিছন থেকে গণ্ডার এসে আক্রমণ করে তাঁকে। আহত হয়ে সেখানেই পড়ে থাকেন তিনি। টহল দেওয়ার সময় সন্ধ্যাবেলায় বনকর্মীদের নজরে আসে বিষয়টি। তারপর তাঁকে উদ্ধার করা হয়।
জঙ্গলের আইন ভেঙে সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ করেছিলেন ওই ব্যক্তি। তাই তাঁর চিকিৎসা অথবা ক্ষতিপূরণের কোনও দায়ভার নেবে না বলে স্পষ্ট জানিয়েছে বনদফতর।
আরও পড়ুন: ১৩ ডিগ্রির নীচে নামবে পারদ! দু'দিন বাদেই ব্যাপক ভোলবদল, আবহাওয়ার বড় আপডেট!
যে এলাকায় এদিন এই ঘটনা ঘটেছে, সেখানেই সম্প্রতি বুনো হাতির হামলায় মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর। এই এলাকাটি বন্যপ্রাণীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে। যখন তখন গণ্ডার, হাতি এলাকায় চলে আসছে।বনকর্মীদের টহল এই এলাকায় বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।বনদফতরের পক্ষ থেকে বারবার জানানো হচ্ছে সংরক্ষিত এলাকায় প্রবেশ না করতে।
Annanya Dey