কালচিনির আটিয়াবাড়ি চা বাগানের আউট ডিভিশন বাঙ্গাবাড়িতে দেখা মিলল এক ভল্লুকের। বৃহস্পতিবার চা বাগানে ভল্লুক দেখতে পেয়ে চা বাগানের শ্রমিকরা বনদফতরে খবর দেয়। এদিন সকাল থেকেই এলাকাটি জাল দিয়ে ঘিরে দেওয়া হয়। ঘটনাস্থলে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা পৌছে পুরো এলাকায় তল্লাশি চালায়। প্রায় চার ঘণ্টার প্রচেষ্টায় বনকর্মীরা ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে ভাল্লুকটিকে কাবু করতে সক্ষম হয়। ভল্লুকটিকে উদ্ধার করে রাজাভাতখাওয়া প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ভাল্লুকটির বয়স আনুমানিক দেড় বছর বলে জানা যায়। ভল্লুকটিকে চিকিৎসার পর আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
advertisement
কালচিনি চা বলয়ের প্রায় প্রতিটি এলাকায় শীত পড়তেই ভল্লুক বের হওয়ার খবর নিয়ে উদ্বিগ্ন বন দফতর। ভল্লুকগুলি বক্সার পাহাড় থেকে নেমে আসছে বলে অনুমান করা হচ্ছে। এলাকায় বনকর্মীদের টহলদারি বাড়ানো হয়েছে। চা বাগানের বাসিন্দাদের বলা হয়েছে এলাকায় ভাল্লুকের মতো কিছু দেখলে অবশ্যই বন দফতরে খবর দিতে।
গত দুই সপ্তাহ ধরে কালচিনির বিভিন্ন এলাকা থেকে ভল্লুক বের হওয়ার খবর মিলছে।প্রায় পাঁচটি ভল্লুক কালচিনির লতাবাড়ি ও মেন্দাবাড়ি থেকে মিলেছিল।আটিয়াবাড়িতে নতুন করে ভল্লুকের দেখা মেলায় চিন্তিত এলাকাবাসীরা।এই ভল্লুক এলাকায় এলেই গৃহপালিত পশুগুলিকে টেনে নিয়ে যায়।চা বাগানে কাজের পাশাপাশি পশুপালন শ্রমিকদের অন্যতম জীবিকা।গৃহপালিত পশুগুলির ওপর হামলা চললে জীবিকায় ক্ষতি হবে তাদের।
Annanya Dey