ড্রোন প্রযুক্তির মাধ্যমে চাষের জমিতে সহজেই স্বয়ংক্রিয়ভাবে জলসেচ, রাসায়নিক সার, কীটনাশক, ঔষধি ও অনুখাদ্য প্রয়োগ করা সম্ভব হবে। এতে যেমন কমবে চাষের খরচ ও শ্রমিকের উপর নির্ভরশীলতা, তেমনই চাষ হবে পরিবেশবান্ধব, উচ্চ-ফলনশীল এবং লাভজনক।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সরকারি ভর্তুকিতে কৃষকদের জন্য থাকছে ট্রাক্টর-ট্রলি, শক্তিচালিত চ্যাফ কাটার, পালভারাইজার-সহ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি। ইতিমধ্যেই হাড়োয়া ব্লকে দু’টি সরকার স্বীকৃত কৃষক-সংস্থা যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র চালু করেছে। ফলে সুলভ মূল্যে স্থানীয় কৃষকরা ট্রাক্টর, রোটাভেটর, মিনি রাইস মিলের মতো বিভিন্ন যন্ত্র ভাড়া নিতে পারবেন। এতে যেমন কৃষকরা উপকৃত হবেন, তেমনই কৃষক উৎপাদন গোষ্ঠীগুলিও আর্থিকভাবে লাভবান হবে। এই উপলক্ষে হাড়োয়ার কুলটি এলাকায় কৃষকদের উৎসাহিত করতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।