Durga Puja 2025: সংসার সামলে বিগ বাজেটের পুজো! চাঁদা তোলা থেকে প্রতিমা বিসর্জন দশভূজাদের হাতেই, এবার পুজোয় মিস করবেন না জয়সলমেরের মন্দির
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Dipika Sarkar
Last Updated:
Durga Puja 2025: নারী যে দশভুজারই প্রতীক এবার তার প্রমাণ মিলছে বাঙালির মহা উৎসব দুর্গাপুজোয়। বিগ বাজেটের পুজো করে নজির গড়ছেন প্রমিলা বাহিনী।
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, দীপিকা সরকার: দৃশ্যমান দু’হাতের নারী তাঁর কর্মে বারংবার প্রমাণ করেছেন নারী দশভূজা। একা হাতে ঘর সংসার, সন্তান, নিজের কর্মক্ষেত্র সামলে সমাজের নানান ক্ষেত্রে প্রশংসনীয় হয়ে ওঠেন তাঁরা। নারী যে দশভূজারই প্রতীক এবার তার প্রমাণ মিলছে বাঙালির মহা উৎসব দুর্গাপুজোয়। চাঁদা তোলা থেকে পুজোর আয়োজন ও ভোগ বিতরণ থেকে বিসর্জন পর্যন্ত সমস্ত দায়িত্ব পালন করে নজির গড়েছেন ওই দশভূজা নারীরা। এমনই মহিলা পরিচালিত দুর্গাপুজো কমিটি হল দুর্গাপুরের প্রভাত সংঘ সর্বজনীন দুর্গোৎসব কমিটি।
আরও পড়ুনঃ মাটির নয়, ১৫ ফুট উঁচু ও ২২ ফুট চওড়া শোলার দুর্গা! অনন্য প্রতিমা কোথায় তৈরি হচ্ছে জানেন? দেখলে চোখ দাঁড়িয়ে যাবে
মহিলাদের উদ্যোগে এবার দুর্গাপুর শিল্পাঞ্চলে দেখা মিলবে রাজস্থানের জয়সলমেরের অমর সাগর জৈন মন্দিরের। ওই ঐতিহাসিক মন্দির তথা তীর্থস্থান দর্শনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় হবে বলে আশাবাদী দশভূজা মহিলারা। তাঁদের পুজো চলতি বছরে পঞ্চম’তম বর্ষে পদার্পণ করছে। প্রথম বছর থেকেই দুর্গাপুরের বিগ বাজেটের পুজো গুলির সঙ্গে প্রতিযোগিতায় পা মিলিয়েছে মহিলা পরিচালিত ওই পুজো কমিটি। দুর্গা প্রতিমা ও মণ্ডপ সজ্জা-সহ আলোকসজ্জায় প্রতিবছর দর্শনার্থীদের নজর কেড়েছে প্রভাত সংঘ সর্বজনীন দুর্গোৎসব কমিটি। ওই আকর্ষণীয় মণ্ডপের নিখুঁত কারুকার্য ফুটিয়ে তুলছেন মেদিনীপুরের শিল্পীরা।
advertisement
আরও পড়ুনঃ মণ্ডপ সজ্জায় নারী নির্যাতনের জোরালো প্রতিবাদ! বাজবে গায়ে কাঁটা দেওয়া আবহ সঙ্গীত, শিউরে ওঠা পুজোর থিম ‘এই’ ক্লাবে
পুজো কমিটি সূত্রে জানা গিয়েছে, প্রভাত সংঘ সর্বজনীন দুর্গাপুজো দুর্গাপুরের একমাত্র মহিলা পরিচালিত বিগ বাজেটের পুজো। প্রথম বর্ষে এলাকার কিছু মহিলা ও ক্লাবের সদস্যরা মিলে থিমের পুজো শুরু করেন কোনও রকমে। দ্বিতীয় বছর থেকে থিমের পুজো করে তাক লাগিয়ে দেন দর্শনার্থীদের।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সেই বছর থিম ছিল ‘কেদারনাথের মন্দির’। ওই মণ্ডপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় দর্শনার্থীর নজর কেড়েছিল পুজো কমিটি। তার পরের বছর ৭০ ফুটের শিব মূর্তির পাশাপাশি লাইট – শোয়ের মণ্ডপও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল। চতুর্থ বর্ষেও থাইল্যান্ডের ‘ওয়াট থা টন” বিপাসনা ধ্যান কেন্দ্র দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ কেড়েছিল। প্রতিবছর তাঁদের থিম অন্যান্য বিগ বাজেটে পুজোর থিমের সঙ্গে পাল্লা দিয়ে আসছে। এই বছরও তাঁদের থিম দর্শনার্থীদের আকর্ষণ করবে বলে আশাবাদী পুজো উদ্যেক্তারা।
advertisement
পুজো কমিটির সম্পাদিকা সিঞ্জিনী সান্যাল বলেন, গত বারের মত এবারও আমাদের মণ্ডপের উচ্চতা প্রায় ৮০ ফুট হচ্ছে। বাজেট রয়েছে প্রায় ২১ লক্ষ টাকা। দুর্গাপুরের ডেকোরেটর ও মেদিনীপুরের শিল্পী মণ্ডপ গড়ছেন। প্রতিমা গড়ছেন দুর্গাপুরের মৃৎশিল্পী সুবল পাল। প্রতিমার উচ্চতা প্রায় ১২ ফুট।এছাড়াও আধুনিক আলোকসজ্জায় সজ্জিত হবে মণ্ডপ। আমাদের পুজো কমিটিতে প্রায় ১৫০ জন মহিলা সদস্যা রয়েছেন। তাঁরাই বাড়ি বাড়ি চাঁদা তোলা থেকে বিসর্জন পর্যন্ত সব কাজেই অগ্রণী ভূমিকা পালন করেন। পুজোয় এলাকার দুঃস্থ মহিলাদের শাড়ি বিতরণ করা হয়। এছাড়াও সারা বছর নানান সামাজিক কাজের সাথে আমরা লিপ্ত থাকি। এবারের থিম রাজস্থানের জয়সলমেরে অবস্থিত অমর সাগর জৈন মন্দিরটির অনুকরণে প্যান্ডেল হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 08, 2025 2:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: সংসার সামলে বিগ বাজেটের পুজো! চাঁদা তোলা থেকে প্রতিমা বিসর্জন দশভূজাদের হাতেই, এবার পুজোয় মিস করবেন না জয়সলমেরের মন্দির