কন্যাসন্তান হওয়ায় আনন্দে আত্মহারা দাদু! 'হিরের আংটি'কে ফুল দিয়ে সাজানো গাড়িতে বাড়ি তুলল পরিবার, দেখে অবাক সবাই

Last Updated:
নার্সিংহোমে এল ফুল দিয়ে সাজানো বিয়ে বাড়ির গাড়ি!! কিন্তু কেন? ফুল দিয়ে সাজানো গাড়িটিকে দেখে অবাক হয়েছিলেন অনেকেই। বিয়ের বাড়ির গাড়ি কেন এসে দাঁড়িয়ে আছে নার্সিংহোম চত্ত্বরে!
1/5
নার্সিংহোমে এলো ফুল দিয়ে সাজানো বিয়ে বাড়ির গাড়ি!! কিন্তু কেন?ফুল দিয়ে সাজানো গাড়িটিকে দেখে অবাক হয়েছিলেন অনেকেই। বিয়ের বাড়ির গাড়ি কেন এসে দাঁড়িয়ে আছে নার্সিংহোম চত্ত্বরে ! (চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
নার্সিংহোমে এল ফুল দিয়ে সাজানো বিয়ে বাড়ির গাড়ি!! কিন্তু কেন? ফুল দিয়ে সাজানো গাড়িটিকে দেখে অবাক হয়েছিলেন অনেকেই। বিয়ের বাড়ির গাড়ি কেন এসে দাঁড়িয়ে আছে নার্সিংহোম চত্ত্বরে ! (চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
advertisement
2/5
না এটা কোনো বিয়ে বাড়ির গাড়ি না, পরিবারে কন্যা সন্তান হয়েছে তাই এই এলাহি আয়োজন করেছেন দাদু। একবিংশ শতকে দাঁড়িয়ে আজও অনেক পরিবারেরই কন্যা সন্তান হলে তাকে ভালো চোখে দেখে না ৷ কিন্ত এক ভিন্ন দৃশ্য দেখা গেল বর্ধমানে।মেয়ে হওয়ায় আনন্দে আত্মহারা দাদু, বাবা-সহ গোটা পরিবার৷
না এ কোনও বিয়ে বাড়ির গাড়ি না, পরিবারে কন্যা সন্তান হয়েছে তাই এই এলাহি আয়োজন করেছেন দাদু।
একবিংশ শতকে দাঁড়িয়ে আজও অনেক পরিবারেরই কন্যাসন্তান হলে তাকে ভাল চোখে দেখে না ৷ কিন্ত এক ভিন্ন দৃশ্য দেখা গেল বর্ধমানে। মেয়ে হওয়ায় আনন্দে আত্মহারা দাদু, বাবা-সহ গোটা পরিবার৷
advertisement
3/5
রীতিমতো ফুল ও বেলুন দিয়ে সাজানো গাড়িতে সদ্যোজাত ও মাকে বাড়ি নিয়ে গেলেন পরিবার।খণ্ডঘোষ থানা এলাকার বাসিন্দা শেখ শাহজাহান। তার বড় ছেলে সেখ সামিন ও পুত্রবধূ রিফা সুলতানা। বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোমে কন্যা সন্তান হয়েছে তাদের। তার বড় ছেলের মেয়ে হওয়ায় আনন্দে আত্মহারা তিনি সহ তার গোটা পরিবার।
রীতিমতো ফুল ও বেলুন দিয়ে সাজানো গাড়িতে সদ্যোজাত ও মাকে বাড়ি নিয়ে গেলেন পরিবার। খণ্ডঘোষ থানা এলাকার বাসিন্দা শেখ শাহজাহান। তার বড় ছেলে সেখ সামিন ও পুত্রবধূ রিফা সুলতানা। বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোমে কন্যাসন্তান হয়েছে তাদের। তার বড় ছেলের মেয়ে হওয়ায় আনন্দে আত্মহারা তিনি সহ তার গোটা পরিবার।
advertisement
4/5
তিনি বলেন,আগেকার দিনের মানুষেরা পুত্র সন্তান হলে বলত সোনার আংটি কিন্তু এখন কন্যা সন্তান হলে হীরের আংটি। আমাদের পরিবারে কন্যা সন্তান ছিল না। আমার বড় ছেলে কন্যা সন্তান হওয়ায় আমি এবং আমার গোটা পরিবার অত্যন্ত খুশি। তাই শিশু ও শিশুর মাকে ফুল ও বেলুন দিয়ে গাড়ি সাজিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি।
তিনি বলেন, "আগেকার দিনের মানুষেরা পুত্র সন্তান হলে বলত সোনার আংটি কিন্তু এখন কন্যা সন্তান হলে হিরের আংটি। আমাদের পরিবারে কন্যাসন্তান ছিল না। আমার বড় ছেলে কন্যা সন্তান হওয়ায় আমি এবং আমার গোটা পরিবার অত্যন্ত খুশি। তাই শিশু ও শিশুর মাকে ফুল ও বেলুন দিয়ে গাড়ি সাজিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি।"
advertisement
5/5
নাতনি হওয়ার আনন্দে নার্সিংহোমের সমস্ত কর্মীদের থেকে শুরু করে অন্যান্য রোগীর আত্মীয়দেরও মিষ্টি মুখ করান সেখ শাহজাহান। প্রথা ভেঙে এই ব্যতিক্রমী উদ্যোগের সাক্ষী থাকল গোটা বর্ধমান। কন্যাসন্তানকে স্বাগত জানানোর এই অভিনব প্রচেষ্টা শুধু পরিবারটির আনন্দকেই প্রকাশ করে না, বরং সমাজের বহু পুরোনো ধ্যানধারণাকেও চ্যালেঞ্জ জানায়। ফুলের সুসজ্জিত গাড়িতে করে নতুন অতিথির বাড়ি ফেরা এক নতুন বার্তা দিল—কন্যা কোনো বোঝা নয়, সে হীরার মতোই মূল্যবান।
নাতনি হওয়ার আনন্দে নার্সিংহোমের সমস্ত কর্মীদের থেকে শুরু করে অন্যান্য রোগীর আত্মীয়দেরও মিষ্টি মুখ করান সেখ শাহজাহান। প্রথা ভেঙে এই ব্যতিক্রমী উদ্যোগের সাক্ষী থাকল গোটা বর্ধমান। কন্যাসন্তানকে স্বাগত জানানোর এই অভিনব প্রচেষ্টা শুধু পরিবারটির আনন্দকেই প্রকাশ করে না, বরং সমাজের বহু পুরোনো ধ্যানধারণাকেও চ্যালেঞ্জ জানায়। ফুলের সুসজ্জিত গাড়িতে করে নতুন অতিথির বাড়ি ফেরা এক নতুন বার্তা দিল—কন্যা কোনও বোঝা নয়, সে হীরার মতোই মূল্যবান।
advertisement
advertisement
advertisement