পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। জানা যায়, ওই এলাকার স্থানীয় বাসিন্দা পেশায় কৃষক স্বদেশ কারক ও তাঁর মৃত দাদার পরিবারের সদস্যরা যৌথভাবে এক মাটির বাড়িতে বসবাস করতেন। শুক্রবার দুপুর নাগাদ হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেই বসতবাড়ি। সুযোগ বুঝে পরিবারের সদস্যরা বাড়ি থেকে বেরিয়ে আসায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।
advertisement
আরও পড়ুনঃ তেহট্ট গণপিটুনি কাণ্ডে ফের গ্রেফতারি! পুলিশের জালে ৪ মহিলা সহ ১০
পরিবারের সদস্যরা প্রাণে বাঁচলেও জামাকাপড় থেকে শুরু করে বাড়ির আসবাবপত্র, সমস্ত কিছুই ভেঙে পড়া বাড়ির মধ্যে চাপা পড়ে যায়। পাড়া-প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছে অসহায় কারক পরিবারের এক ছোট শিশু সহ ৭ জন সদস্য। পুজোর মুখে বাড়ি ভেঙে যাওয়ায় কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে ঘাটাল পৌরসভার গোবিন্দপুর এলাকার এই পরিবার। সরকারি সাহায্যের আবেদন জানাচ্ছেন পরিবারের সদস্য থেকে শুরু করে প্রতিবেশীরা।
এই বিষয়ে ঘাটাল পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজন কুলভি বলেন, আমি আমার ক্ষমতা মতো সাহায্য করে ওই পরিবারের পাশে আছি। তবে পৌরসভার সরকারি বাড়ি বেরলেই ওনারা বাড়ি পাবেন।