পুজোর মুখে ভেঙে পড়ল বাড়ি! অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস তৃণমূল কাউন্সিলরের

Last Updated:

Mud House Collapsed: পুজোর মুখে বাড়ি ভেঙে যাওয়ায় কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে এই পরিবার। সরকারি সাহায্যের আবেদন জানাচ্ছেন পরিবারের সদস্য থেকে শুরু করে প্রতিবেশীরা

ভেঙে পড়া বাড়ি
ভেঙে পড়া বাড়ি
ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, সুকান্ত চক্রবর্তীঃ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বসতবাড়ি। সুযোগ বুঝে বাড়ি থেকে বেরিয়ে প্রাণে বাঁচেন পরিবারের সদস্যরা। পাড়া-প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছে ওই অসহায় পরিবার। সেই সঙ্গে সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন তাঁরা। সরকারি বাড়ি বেরলে অবশ্যই পাবেন, জানালেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর।
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। জানা যায়, ওই এলাকার স্থানীয় বাসিন্দা পেশায় কৃষক স্বদেশ কারক ও তাঁর মৃত দাদার পরিবারের সদস্যরা যৌথভাবে এক মাটির বাড়িতে বসবাস করতেন। শুক্রবার দুপুর নাগাদ হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেই বসতবাড়ি। সুযোগ বুঝে পরিবারের সদস্যরা বাড়ি থেকে বেরিয়ে আসায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।
advertisement
আরও পড়ুনঃ তেহট্ট গণপিটুনি কাণ্ডে ফের গ্রেফতারি! পুলিশের জালে ৪ মহিলা সহ ১০
পরিবারের সদস্যরা প্রাণে বাঁচলেও জামাকাপড় থেকে শুরু করে বাড়ির আসবাবপত্র, সমস্ত কিছুই ভেঙে পড়া বাড়ির মধ্যে চাপা পড়ে যায়। পাড়া-প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছে অসহায় কারক পরিবারের এক ছোট শিশু সহ ৭ জন সদস্য। পুজোর মুখে বাড়ি ভেঙে যাওয়ায় কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে ঘাটাল পৌরসভার গোবিন্দপুর এলাকার এই পরিবার। সরকারি সাহায্যের আবেদন জানাচ্ছেন পরিবারের সদস্য থেকে শুরু করে প্রতিবেশীরা।
advertisement
advertisement
এই বিষয়ে ঘাটাল পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজন কুলভি বলেন, আমি আমার ক্ষমতা মতো সাহায্য করে ওই পরিবারের পাশে আছি। তবে পৌরসভার সরকারি বাড়ি বেরলেই ওনারা বাড়ি পাবেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুজোর মুখে ভেঙে পড়ল বাড়ি! অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস তৃণমূল কাউন্সিলরের
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement