ঝাড়গ্রামে বেহাল রাস্তায় ঝুঁকির যাতায়াত, রাস্তা সারাতে ৩৮ কোটি বরাদ্দ করেছে রাজ্য সরকার, ২ বছর আগেই বরাদ্দ হয়েছে এই টাকা। তবু আজও শুরু হয়নি রাস্তা সারানোর কাজ। টেন্ডার জটিলতায় আটকে শালবনির রাস্তার কাজ