Jagaddhatri Puja 2025: ঘূর্ণিঝড়ের প্রভাবে চন্দননগরে ভেঙে পড়ল সবচেয়ে বড় জগদ্ধাত্রী প্রতিমা! আহত অনেকে, দেখুন ভিডিও

Last Updated : দক্ষিণবঙ্গ
Jagaddhatri Puja 2025: ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে ভেঙে পড়ল বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রীপুজোর প্রতিমা। ভিড়ের মধ্যে এই প্রতিমা ভেঙে পড়ায় আহত হন ৬ জন, তবে আহতের সংখ্যা বাড়তে পারে বলে জানা গিয়েছে। উদ্দেশ্য ছিল দর্শকদের চমকে দেওয়া, আর সেই চমক দিতে প্রায় ৭৫ ফুটের পুজোমন্ডপ তৈরী করেছিল কানাইলাল পল্লী। মন্ডপের সামনে ফাইবারের জগদ্ধাত্রী তৈরী করা হয়েছিল। খুব বেশি উচ্চতা হওয়ায় হঠাৎ দমকা হাওয়ায় হাওয়াতেই উল্টে পরে মন্ডপ। সেই সময় দর্শনার্থী-সহ বিচারকেরা ছিলেন মন্ডপে, ৬ জন আহত হন। মন্ডপের তলায় আর কেউ চাপা পরে আছেন কিনা তা দেখছে পুলিশ।ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে ভেঙে পড়ল বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রীপুজোর প্রতিমা। ভিড়ের মধ্যে এই প্রতিমা ভেঙে পড়ায় আহত হন ৬ জন, তবে আহতের সংখ্যা বাড়তে পারে বলে জানা গিয়েছে। উদ্দেশ্য ছিল দর্শকদের চমকে দেওয়া, আর সেই চমক দিতে প্রায় ৭৫ ফুটের পুজোমন্ডপ তৈরী করেছিল কানাইলাল পল্লী। মন্ডপের সামনে ফাইবারের জগদ্ধাত্রী তৈরী করা হয়েছিল। খুব বেশি উচ্চতা হওয়ায় হঠাৎ দমকা হাওয়ায় হাওয়াতেই উল্টে পরে মন্ডপ। সেই সময় দর্শনার্থী-সহ বিচারকেরা ছিলেন মন্ডপে, ৬ জন আহত হন। মন্ডপের তলায় আর কেউ চাপা পরে আছেন কিনা তা দেখছে পুলিশ।
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/দক্ষিণবঙ্গ/
Jagaddhatri Puja 2025: ঘূর্ণিঝড়ের প্রভাবে চন্দননগরে ভেঙে পড়ল সবচেয়ে বড় জগদ্ধাত্রী প্রতিমা! আহত অনেকে, দেখুন ভিডিও
advertisement
advertisement