শুরু হয়ে গিয়েছে ছট পুজো। এরই মধ্যে জোরকদমে চলছে আখ বেচাকেনা। পূর্ব বর্ধমানের কালনার সমুদ্রগরের গোয়ালপাড়া আখ বাজার এখন সরগরম। সেখান থেকে প্রতিদিন ট্রাকভর্তি আখ রওনা দিচ্ছে বিহার, ঝাড়খণ্ড, কলকাতা সহ রাজ্যের নানা প্রান্তে।রাজ্যের মধ্যেও আখের চাহিদা তুঙ্গে। বিশেষ করে আসানসোল ও দুর্গাপুরে ব্যাপক পরিমাণে আখ পাঠানো হচ্ছে। ব্যবসায়ীরা জানাচ্ছেন, গত কয়েক বছরের তুলনায় এ বছর ছট পুজো ঘিরে আখের চাহিদা বেড়েছে বহুগুণ।
Last Updated: Oct 27, 2025, 20:20 IST


