ছট উৎসবের আমেজে এখন শুধু অবাঙালিরাই নয়, বাঙালিরাও মেতে উঠেছেন ঐতিহ্যবাহী ঠেকুয়ার স্বাদে। পুরুলিয়ার রঘুনাথপুর শহরে ছটের বাজারে এই ঐতিহ্যবাহী ঠেকুয়ার চাহিদা এখন তুঙ্গে। ঠেকুয়ার মনভোলানো ঘ্রান আর সুস্বাদে মুগ্ধ বাঙালি ক্রেতাদের উচ্ছ্বাসে শহরে ছটের বাজার যেন আরও প্রাণবন্ত ও রঙিন হয়ে উঠেছে। কেউ দোকানেই বসে উপভোগ করছেন ছটের আনন্দ ও ঠেকুয়ার স্বাদ, আবার কেউ পরিবারের জন্য প্যাকেটে ভরে নিয়ে যাচ্ছেন বাড়ি। সব মিলিয়ে শহরজুড়ে এখন উৎসবের এক মিষ্টিময় আবহ।
Last Updated: Oct 27, 2025, 20:15 IST


