বনগাঁ, উত্তর ২৪ পরগনা : দীর্ঘ সাত-আট দিন ধরে বনগাঁ মহাকুমা হাসপাতালে বন্ধ রয়েছে হাই ডিপেন্ডেন্সি ইউনিট (HDU)। ক্ষুব্ধ রোগীর আত্মীয় পরিজনেরা৷ হাসপাতালে এসে আশঙ্কাজনক রোগীকে কলকাতা নিয়ে যেতে বাধ্য হচ্ছে রোগীর পরিজনেরা। বনগাঁ মহকুমা হাসপাতালের উপর বনগাঁ, বাগদা, গাইঘাটা সহ নির্ভর করে এলাকার কয়েক লক্ষ মানুষ। হাসপাতলে কোন আইসিসিইউ নেই। রোগীরা বনগাঁ হাসপাতালে ভর্তি হওয়ার পর তাদের অবস্থা জটিল হলে, এইচডিইউ তে রেফার করে চিকিৎসকেরা। বছর ছ'য়েক আগে এইচডিইউ বিভাগের উদ্বোধন হয়েছিল বনগাঁ মহাকুমা হাসপাতালে। ভালো চিকিৎসা পরিষেবা দিয়ে রাজ্যের মধ্যে বিশেষ স্থান অর্জন করে এই এইচডিউই। বহু আশঙ্কাজনক রোগীকে সুস্থ করে বাড়ি ফেরানো হয়েছে এখান থেকে। ২৪ ঘন্টা নার্স এবং চিকিৎসক থাকেন এই বিভাগে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ইউনিটে মোট ছয় জন চিকিৎসক রয়েছে। তার মধ্যে তিনজন উচ্চশিক্ষার জন্য পড়তে চলে গিয়েছে। একজন চিকিৎসকের সম্প্রতি ছেলে মারা গিয়েছে। তিনি আসছেন না। তাই দুজন চিকিৎসক নিয়ে কোনো গুরুত্বপূর্ণ বিভাগ চালু রাখা সম্ভব হচ্ছে না।