North 24 Parganas News- পানিহাটি গিরিবালা ঠাকুরবাড়ির গঙ্গার ঘাটে উদ্ধার মৃতদেহ, গ্রেফতার এক

Bangla Digital Desk | News18 Bangla | 05:08:40 PM IST Dec 27, 2021

পানিহাটি, উত্তর ২৪ পরগনা : গত ১৯ ডিসেম্বর পানিহাটি গিরিবালা ঠাকুরবাড়ির গঙ্গার ঘাট থেকে এক মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই ব্যক্তি নারায়ণপুর থানা অঞ্চলের বাসিন্দা, বছর বিয়াল্লিশের শেখর পাল। তারপর আবার গত ২৬ ডিসেম্বর একই জায়গা থেকে উদ্ধার হয় আর একটি মৃতদেহ। মৃত ব্যক্তি পানিহাটি শ্মশান ঘাট সংলগ্ন অঞ্চলের বাসিন্দা, বছর চল্লিশের শিবনাথ দাস। এই দুই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে, খড়দহ থানার পুলিশ তদন্তে নেমে, বিপ্লব দাস নামে এক যুবককে গ্রেফতার করে। ধৃত বিপ্লব দাস ক্যামেরার সামনেই অপকটে স্বীকার করল, খুনের ঘটনার সাথে জড়িত সে।  আজ তাকে পাঠানো হল ব্যারাকপুর আদালতে তদন্তের স্বার্থে। ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে পুলিশের পক্ষ থেকে।

লেটেস্ট ভিডিও