ইন্দোরের রাজা রঘুবংশী হত্যা মামলায় পুলিশ স্ত্রী সোনম রঘুবংশীকে গ্রেফতার করেছে। বলা হচ্ছে যে সোনমের রাজ কুশওয়াহা নামে এক ব্যক্তির সঙ্গে প্রেম ছিল। এই কারণে তারা দুজনেই সম্পূর্ণ পরিকল্পনা করে রাজাকে হত্যা করে, এমনই অভিযোগ। শিলং থেকে পালিয়ে ইন্দোরে সোনম । ২৫ মে ইন্দোরে পালিয়ে আসে সোনম। ২৩ মে থেকে নিখোঁজ সোনমের স্বামী রাজা। শিলং থেকে শিলিগুড়ি হয়ে ট্রেনে ইন্দোর। ইন্দোরে প্রেমিক রাজের সঙ্গে দেখা সোনমের। ইন্দোরে বাড়ি ভাড়া করেন রাজ-সোনম। প্রায় দু্’সপ্তাহ পর গাজীপুরে ফেরেন সোনম। ভাড়া গাড়িতে উত্তরপ্রদেশে ঢোকেন সোনম। বারাণসী হয়ে গাজীপুরে নন্দগঞ্জে পৌঁছন সোনম। ধাবা থেকে বাড়িতে ভিডিও কল সোনমের। পুলিশ পৌঁছলে অপহরণের তত্ত্ব সোনমের। কিডন্যাপ করে আনা হয় তাঁকে দাবি সোনমের
Last Updated: June 10, 2025, 21:02 IST


