নন্দকুমার দিঘা ১১৬ বি জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত দমদমের এক বাসিন্দা

Bangla Digital Desk | News18 Bangla | 05:41:40 PM IST Sep 14, 2021

দিঘার পথে সকালেই মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত এক। ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে  দিঘা -নন্দকুমার ১১৬বি  জাতীয় সড়কের বালিসাইর বাঁকশাল মোড়ের কাছে দিঘা ফেরৎ একটি মারুতি ও একটি বোলেরো গাড়ির  মুখোমুখি সংঘর্ষে মারুতি গাড়ির  চালকের মৃত্যু হয়। মৃতের মৃতের নাম কৃষ্ণেন্দু সরকার। কলকাতা দমদম এর বাসিন্দা। ঘটনার খবর  পেয়ে ঘটনাস্থলে রামনগর থানার পুলিশ উপস্থিত হয়। গাড়ি দুটি এবং মৃতদেহটিকে রাস্তা থেকে সরিয়ে থানায় নিয়ে যায় এবং যানজট মুক্ত করে। অতিবৃষ্টির মাঝে দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

লেটেস্ট ভিডিও