ট্রেনের ধাক্কায় মা ও দুবছরের শিশুর মৃত্যু, চাঞ্চল্য শিল্প শহর হলদিয়ায় হাওড়া- হলদিয়া লোকাল ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হল মা ও দু-বছরের শিশুর। ঘটনাটি ঘটেছে হলদিয়ার দূর্গাচক স্টেশন সংলগ্ন এলাকায়। পুলিশ জানিয়েছে, হাওড়া -হলদিয়া লোকাল ট্রেনটি দুর্গাচক স্টেশন ছেড়ে হলদিয়া বন্দর স্টেশনের দিকে যাওয়ার সময় মাঝপথেই দুর্ঘটনা ঘটে। তবে মৃত মা ও তার সন্তানের পরিচয় জানা যায়নি। মহিলার বয়স আনুমানিক ২৫ বছর।তবে স্থানীয়রা কেউ মৃতদের চিনতে পারেননি। এই ঘটনার খবর পেয়ে রেল পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মা তার শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হলদিয়া মহাকুমা হাসপাতালে পাঠায়। পাশাপাশি তাদের পরিচয় উদ্ধারের তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রাম পঞ্চায়েতের এক অস্থায়ী মহিলা কর্মীকে বিয়ের আশ্বাস ও চাকুরীতে প্রমোশনের প্রলোভন দেখিয়ে সহবাসের অভিযোগ উঠলো তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে যুবকের বিরুদ্ধে। জানা গেছে অভিযুক্ত যুবক সেই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মহকুমার মহিষাদল ব্লকের বেতকুন্ডু গ্রাম পঞ্চায়েতে। প্রতারিতা ওই মহিলা বেতকুন্ডু গ্রাম পঞ্চায়েতের কর্মী। আর অভিযুক্ত বেতকুন্ডু গ্রাম পঞ্চায়েত উপপ্রধান পাপ্পু লাল প্রামানিক।এই বিষয় উপপ্রধান পাপ্পু লাল প্রামানিকের বিরুদ্ধে ধর্ষিতা মহিলা দূর্গাচকে মহিলা থানায় গত ২৯ তারিখে অভিযোগ দায়ের করেন।অভিযোগ পাওয়ার পরে ঘটনার তদন্তে নেমে হলদিয়া মহিলা থানা অভিযুক্ত পাপ্পু লাল প্রামানিক কে গ্রেফতার করেন। আজ তাকে হলদিয়া মহকুমা কোর্টে তোলা হয়।স্থানীয়দের থেকে জানা গেছে ধৃত তৃনমূল নেতা তথা পঞ্চায়েতের উপ প্রধান পাপ্পু লাল প্রামানিক এর স্ত্রী ও একটি ৫ বছরের শিশু রয়েছে।তার পরেও এই নেতা নিজেকে অবিবাহিত বলে মিথ্যা পরিচয় পঞ্চায়েতের মহিলা কর্মীর প্রনয়ের সম্পর্ক গড়ে তুলে সহবাস করেছে দিনের পর দিন ধরে।অভিযোগকারী ওই মহিলা জানায়, তাকে চাকরির প্রমোশনের লোভ দেখিয়ে ,বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর বাড়িতে এসে দিনের পর দিন ধরে সহবাস করেছে পাপ্পু লাল প্রামানিক। এছাড়া নাচিন্দা মন্দির এ গিয়ে দুজনে বিয়েও করেছেন এবং দিঘায় দু রাত কাটিয়েছেন পাপ্পু লাল প্রামানিক সাথে। পরে জানতে পারে পাপ্পু লাল বিবাহিত। তখনই সম্পর্কে ফাটল।ঘটনাটিকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।তৃনমূলের থেকে এই বিষয়ে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।