কোভিড বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে নদিয়ার বিভিন্ন প্রান্তে চলছে নামাজ পড়া

Bangla Editor | News18 Bangla | 05:07:17 PM IST May 14, 2021

এবছর করোনা আবহের কারণে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আংশিক লকডাউন এর নির্দেশিকা জারি হয়। তার মাঝে মুসলিম সম্প্রদায়ের সবথেকে বড় উৎসব ইদ উৎসব সেখানেও একাধিক বিধিনিষেধ মেনে উৎসব পালন করার কথা জানিয়েছেন প্রশাসনিক মহল থেকে। সেই মতই নদীয়ার বিভিন্ন প্রান্তের মসজিদগুলোতে দেখা মিলল করোনার স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে মসজিদে নামাজ পড়তে কেউ কেউ আবার বাড়িতে বসেই নামাজ পড়লেন। স্বভাবতই ২০২০ করোনা ভাইরাসের প্রকোপে ঈদ উৎসব পালনে অনেকটাই ভাটা পড়ে ২০২১ এর ঈদ উৎসবে একই চিত্র ধরা পরলো।

লেটেস্ট ভিডিও