বারাসত, উত্তর ২৪ পরগনা : ২০১৪ টেট পাস চাকরিপ্রার্থীদের ফের অবস্থান বিক্ষোভ বারাসত DPSC অফিসের সামনে। পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়ে তাদে এই বিক্ষোভ কর্মসূচি। পাশাপাশি DPSC চেয়ারম্যানকে একটি ডেপুটেশনও দেন তাদের দাবি জানিয়ে। চাকরিপ্রার্থী তথা বিক্ষোভকারীদের দাবি, মুখ্যমন্ত্রী নির্বাচনের আগে নবান্নের সাংবাদিক সম্মেলন করে জানিয়ে ছিলেন ২০১৪ টেট উর্ত্তির্ণ প্রশিক্ষণ প্রাপ্ত সাড়ে ১৬ হাজার চাকরিপ্রার্থীদের আগে নিয়োগ পত্র দেওয়া হবে। কিন্তু এতদিন অতিক্রান্ত হওয়ার পরও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। সেই কারণে তাদের ন্যায্য দাবি জানিয়ে এই অবস্থান বিক্ষোভ।
গাইঘাটা, উত্তর ২৪ পরগনা : ডাকাতির ছক বানচাল, গ্রেফতার দুই দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুই দুষ্কৃতী গ্রেফতার করল উত্তর ২৪ পরগনা গাইঘাটা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম দীপক দাস ও আরিফ মন্ডল। গাইঘাটার থানার গাতি ও তেঘরিয়ার বাসিন্দা। গতকাল রাতে চাঁদপাড়া ফুলসারা রোড থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি লোহার রড, দুটি হাতুড়ি, একটি শাবল দড়ি ও তালা কাটার মেশিন উদ্ধার হয়েছে।