রাজ্যের থেকে মূলত জানতে চাওয়া হয়েছিল, ডোমিসাইল সার্টিফিকেট কারা ইস্যু করতে পারেন? রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে সেই চিঠির জবাব দিল রাজ্য। রাজ্য জানিয়েছে, ১৯৯৯ সাল পর্যন্ত ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করার ক্ষমতা দেওয়া ছিল জেলাশাসকদের হাতে। ১৯৯৯ সালের পর থেকে এই সার্টিফিকেট ইস্যু করার ক্ষমতা দেওয়া হয় এডিএম অর্থাৎ অতিরিক্ত জেলাশাসক এবং মহকুমা শাসক বা এসডিওদের হাতে। রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফে চিঠির উত্তর দেওয়া হয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়ালকে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, শুনানি পর্বে একাধিক ভোটার ডোমিসাইল সার্টিফিকেট জমা দিচ্ছেন। মূলত এই ডমিসাইল সার্টিফিকেটকে স্থানী ঠিকানা পত্র হিসাবেই জমা দিচ্ছেন শুনানিতে ডাক পাওয়া একাধিক ভোটার। তার জেরেই এই সার্টিফিকেট ইস্যু করার ক্ষমতা কাদের রয়েছে তা রাজ্যের থেকে জানতে চেয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।
Last Updated: Jan 02, 2026, 21:06 IST


