জামিন হল না উমর খালিদ এবং শারজিল ইমামের। দিল্লি হিংসা মামলায় দু’জনের আর্জিই খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে মামলায় অভিযুক্ত বাকি পাঁচ জনের জামিন সোমবার মঞ্জুর করেছে শীর্ষ আদালত। ২০২০ সালের দিল্লি দাঙ্গার সঙ্গে যুক্ত থাকার বৃহত্তর ষড়যন্ত্র মামলায় প্রাক্তন জেএনইউ গবেষক উমর খালিদ ও সমাজকর্মী শরজিল ইমামকে জামিন দিল না সুপ্রিম কোর্ট। তবে অভিযুক্তদের ভূমিকার মধ্যে স্পষ্ট পার্থক্য টেনে আদালত একই মামলার পাঁচজন অন্যান্য সহ-অভিযুক্তের জামিন দিল সর্বোচ্চ আদালত। মূলত বৃহত্তর চক্রান্তের সঙ্গে যুক্ত থাকার অভিযোগের কারণেই জামিন খারিজ দু’জনের। দু’জনেই UAPA ধারায় অভিযুক্ত। রায় ঘোষণার সময় এ বিষয়টিকেই গুরুত্ব দিয়েছে সুপ্রিম কোর্ট। এক বছর পর ফের জামিনের আবেদন করতে পারবেন উমর এবং সার্জিল।
Last Updated: Jan 05, 2026, 16:28 IST


