Birbhum: কবে শেষ হবে হাটজান বাজারের রেল ওভার ব্রিজ নির্মাণের কাজ!

Bangla Digital Desk | News18 Bangla | 09:41:49 AM IST Dec 14, 2021

মাধব দাস, বীরভূম : চার বছর আগে শুরু হয়েছে বীরভূমের (Birbhum) সিউড়ি (Suri) থেকে বোলপুর (Bolpur) যাওয়ার রাস্তার উপর থাকা হাটজান বাজার ওভার ব্রিজ (Over Bridge) তৈরির কাজ। তবে সেই কাজ এখনো শেষ হয়নি। দীর্ঘদিন ধরে ধীরগতিতে এই কাজ চলার কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। অতিষ্ঠ হয়ে পড়ার আরও বড় কারণ হল, রেল ওভার ব্রিজ (Over Bridge) তৈরির জন্য জমি জায়গা, বাড়িঘর দিয়েও তার ফল হাতে আসেনি।

এমত অবস্থায় যখন এলাকার বাসিন্দাদের মধ্যে প্রতিনিয়ত ক্ষোভ তৈরি হচ্ছে সেই সময় বীরভূম (Birbhum) লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় পার্লামেন্টে এই রেল ওভার ব্রিজ (Over Bridge) তৈরির কাজ ধীর গতিতে চলা নিয়ে প্রশ্ন তোলেন। তারপরেই শুরু হয় তৎপরতা। প্রশাসনিকভাবে এই রেল ওভার ব্রিজ (Over Bridge) নির্মাণের কাজ যাতে দ্রুত শেষ করা হয় তা নিয়ে বৈঠক করা হয়। তৎপরতা বাড়তেই সাধারণ মানুষদের মধ্যেও প্রশ্ন কবে শেষ হবে রেল ওভার ব্রিজ তৈরির কাজ?

কাজের ক্ষেত্রে গতি পেয়েছে তা স্পষ্ট হয়েছে গত রবিবার। কারণ ওই দিন থেকেই নতুন করে ৪০টি অবৈধ নির্মাণ ভেঙে দেয় বীরভূম জেলা প্রশাসন। এছাড়াও নকশা অনুযায়ী ১৪ জনের থেকে জমি কেনার বিষয়ে তৎপরতা শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই এই রেল সেতু নির্মাণের কাজ দ্রুত শেষ হবে বলেই মনে করা হচ্ছে। নির্মাণের কাজ কবে শেষ হবে এবং তা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে তা স্পষ্টভাবে কিছু জানা না গেলেও প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, আগামী বছর অর্থাৎ ২০২২ সালের মার্চ মাসের মধ্যেই হয়তো এই রেল সেতু নির্মাণের কাজ শেষ হতে পারে। এই রেল সেতু নির্মাণের কাজ শেষ হয়েতা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলে নরক যন্ত্রণা থেকে বাঁচবেন হাজার হাজার মানুষ।

স্থানীয় বাসিন্দারা যাঁরা এই রেল ওভার ব্রিজ নির্মাণের জন্য সরকারকে জায়গা দিয়েছেন, তারা ক্ষতিপূরণের বিনিময়ে নিজেদের বাড়িঘর, জায়গা জমি প্রশাসনের হাতে তুলে দিতে বাধ্য হলেও তারাও চান অতি দ্রুত এই যেন এই রেলসেতু নির্মাণের কাজ শেষ হয়। কারণ এখানকার এই রেলগেট একবার পড়া মানেই হলো তীব্র যানজটের সৃষ্টি হওয়া। বোলপুর থেকে সিউড়ি অথবা সিউড়ি থেকে বোলপুর যোগাযোগের ক্ষেত্রে হাটজান বাজারের এই রেলগেট সবচেয়ে বড় বাধার কারণ। ট্রেন চলাচলের সময় একবারেই রেলগেট করলে অন্ততপক্ষে আধ ঘণ্টার বেশি সময় ধরে যানজট তৈরি হয়। এই যানজটের কবলে পড়ে সাধারণ মানুষরা ছাড়াও সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হন সন্তানসম্ভবা, অসুস্থ এবং মরণাপন্ন রোগীরা।

লেটেস্ট ভিডিও