Paschim Bardhaman News : হাজির বরযাত্রী, মহা শিবরাত্রিতে শিব-পার্বতীর মালাবদল, শুভদৃষ্টি, তারপর মহাভোজ, রইল ফটো

Last Updated:
Maha Shivratri 2023: শিবরাত্রিতে বর সেজে বিয়ে করতে গেলেন স্বয়ং মহাদেব। সঙ্গে গেল বর্ণাঢ্য শোভাযাত্রা আর বরযাত্রী। ছিল মহাভোজের আয়োজনও।
1/6
পশ্চিম বর্ধমান : হিন্দু শাস্ত্র বলে শিবরাত্রি তিথিতে বিয়ে হয়েছিল মহাদেব এবং পার্বতীর। মিলন হয়েছিল পুরুষ এবং প্রকৃতির। যুগ যুগ ধরে মহাদেব পার্বতীর মিলনের দিনটিকে শিবরাত্রি হিসেবে পালন করে আসা হয়। ফাল্গুন মাসে শিবরাত্রি তিথি বাঙালির পার্বণ তালিকায় অন্যতম।
পশ্চিম বর্ধমান : হিন্দু শাস্ত্র বলে শিবরাত্রি তিথিতে বিয়ে হয়েছিল মহাদেব এবং পার্বতীর। মিলন হয়েছিল পুরুষ এবং প্রকৃতির। যুগ যুগ ধরে মহাদেব পার্বতীর মিলনের দিনটিকে শিবরাত্রি হিসেবে পালন করে আসা হয়। ফাল্গুন মাসে শিবরাত্রি তিথি বাঙালির পার্বণ তালিকায় অন্যতম।
advertisement
2/6
শিবরাত্রিতে শিবের মাথায় চার প্রহরে চারবার জল ঢালার নিয়ম রয়েছে। একই সঙ্গে নানা রীতি নিয়ে অনুযায়ী হয় পুজো। তবে বিচিত্র ছবি পশ্চিম বর্ধমান জেলার পানাগড়ে। শিবরাত্রিতে বর সেজে বিয়ে করতে গেলেন স্বয়ং মহাদেব। সঙ্গে গেল বর্ণাঢ্য শোভাযাত্রা আর বরযাত্রী। ছিল মহাভোজের আয়োজনও।
শিবরাত্রিতে শিবের মাথায় চার প্রহরে চারবার জল ঢালার নিয়ম রয়েছে। একই সঙ্গে নানা রীতি নিয়ে অনুযায়ী হয় পুজো। তবে বিচিত্র ছবি পশ্চিম বর্ধমান জেলার পানাগড়ে। শিবরাত্রিতে বর সেজে বিয়ে করতে গেলেন স্বয়ং মহাদেব। সঙ্গে গেল বর্ণাঢ্য শোভাযাত্রা আর বরযাত্রী। ছিল মহাভোজের আয়োজনও।
advertisement
3/6
শিবরাত্রিতে শিব পার্বতীর বিয়ে উপলক্ষে আনন্দে মেতে উঠলেন পানাগড়ের বাসিন্দারা। শিবরাত্রি উপলক্ষে প্রতি বছরের মতো এ বছরও পানাগড় বাজারের বিশ্বকর্মা মন্দির থেকে শুরু হয় শিবের বরযাত্রী।
শিবরাত্রিতে শিব পার্বতীর বিয়ে উপলক্ষে আনন্দে মেতে উঠলেন পানাগড়ের বাসিন্দারা। শিবরাত্রি উপলক্ষে প্রতি বছরের মতো এ বছরও পানাগড় বাজারের বিশ্বকর্মা মন্দির থেকে শুরু হয় শিবের বরযাত্রী।
advertisement
4/6
বিশ্বকর্মা মন্দির থেকে শুরু হওয়া বর যাত্রীদের শোভাযাত্রায় অংশ নেন পানাগড়ের বাসিন্দারা। পানাগড় বাজারের শিব সেবা কমিটির উদ্যোগে প্রতি বছরের মতো এই বছরও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
বিশ্বকর্মা মন্দির থেকে শুরু হওয়া বর যাত্রীদের শোভাযাত্রায় অংশ নেন পানাগড়ের বাসিন্দারা। পানাগড় বাজারের শিব সেবা কমিটির উদ্যোগে প্রতি বছরের মতো এই বছরও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
advertisement
5/6
বর যাত্রীদের শোভাযাত্রা পানাগড়ের দার্জিলিং মোড় সংলগ্ন উড়িয়া বাবার মন্দিরে এসে পৌঁছালে, সেখানেই হিন্দু শাস্ত্র মতে শিব পার্বতীর বিয়ের অনুষ্ঠান হয়।
বর যাত্রীদের শোভাযাত্রা পানাগড়ের দার্জিলিং মোড় সংলগ্ন উড়িয়া বাবার মন্দিরে এসে পৌঁছালে, সেখানেই হিন্দু শাস্ত্র মতে শিব পার্বতীর বিয়ের অনুষ্ঠান হয়।
advertisement
6/6
বিয়ের অনুষ্ঠান উপলক্ষে এদিন রীতিমতো ভোজের আয়োজন করা হয়। কয়েক হাজার মানুষ এদিন ওড়িয়া বাবার মন্দির প্রাঙ্গনে বিয়ের অনুষ্ঠান দেখতে ও বিয়ের ভোজ খেতে হাজির হয়েছিলেন। Input- Nayan Ghosh
বিয়ের অনুষ্ঠান উপলক্ষে এদিন রীতিমতো ভোজের আয়োজন করা হয়। কয়েক হাজার মানুষ এদিন ওড়িয়া বাবার মন্দির প্রাঙ্গনে বিয়ের অনুষ্ঠান দেখতে ও বিয়ের ভোজ খেতে হাজির হয়েছিলেন। Input- Nayan Ghosh
advertisement
advertisement
advertisement