এভারেস্টে বাংলার জয়, দেখুন ছবি

Last Updated:
ফের এভারেস্টে বাংলার জয়, দেখুন ছবি
1/8
২০১৫ সালের আজকের ২১ মে-তেই কাঞ্চনজঙ্ঘা অভিযানে নিঃখোঁজ হন ছন্দা গায়েন ৷ আর একই দিনে এভারেস্টের চূড়ায় ফের পা দিল বাংলার দল ৷ হাওড়ার মলয় মুখোপাধ্যায়ের নেতৃত্বে ৪ সদস্যের একটি দল পা রাখলেন এভারেস্টের চূড়ায় ৷ পা রাখে অন্য একটি দলের আরও ৭ জন ৷
২০১৫ সালের আজকের ২১ মে-তেই কাঞ্চনজঙ্ঘা অভিযানে নিঃখোঁজ হন ছন্দা গায়েন ৷ আর একই দিনে এভারেস্টের চূড়ায় ফের পা দিল বাংলার দল ৷ হাওড়ার মলয় মুখোপাধ্যায়ের নেতৃত্বে ৪ সদস্যের একটি দল পা রাখলেন এভারেস্টের চূড়ায় ৷ পা রাখে অন্য একটি দলের আরও ৭ জন ৷
advertisement
2/8
হাওড়ার মলয় মুখোপাধ্যায়ের নেতৃত্বে সাতজনের একটি দল আজ  সকাল ৫টা ৩৬এ এভারেস্ট্রের চূড়ায় পা রাখল।  এছাড়াও দলে রয়েছেন রাজ্ট স্বাস্ব্থ্য দফতরের মহিলা কর্মী সুনীতা হাজরা। কলকাতা ও রাজ্য পুলিশের দুজন কর্মী।  গৌতম ঘোষ, কলকাতা, রুদ্রপ্রসাদ হালদার - রাজ্য। এছাড়াও সত্যরুপ সিদ্ধান্ত, রমেশ রায় , সুভাষ পাল।
হাওড়ার মলয় মুখোপাধ্যায়ের নেতৃত্বে সাতজনের একটি দল আজ সকাল ৫টা ৩৬এ এভারেস্ট্রের চূড়ায় পা রাখল। এছাড়াও দলে রয়েছেন রাজ্ট স্বাস্ব্থ্য দফতরের মহিলা কর্মী সুনীতা হাজরা। কলকাতা ও রাজ্য পুলিশের দুজন কর্মী। গৌতম ঘোষ, কলকাতা, রুদ্রপ্রসাদ হালদার - রাজ্য। এছাড়াও সত্যরুপ সিদ্ধান্ত, রমেশ রায় , সুভাষ পাল।
advertisement
3/8
ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি বয়সে এভারেস্ট জয় করে নতুন রেকর্ড গড়লেন দুর্গাপুরের পরেশ নাথ।  সকাল ৫টা ৩৬ মিনিটে এভারেস্ট জয় আজ সকাল ৫টা ৩৬ মিনিটে হাওড়ার মলয় মুখোপাধ্যায়ের নেতৃত্ব এভারেস্ট জয় করল বাংলা দল। এমন কী শু বয়স নয়, তাঁর প্রতিবন্ধকতাকেও হার মানালেন তিনি। বাঁ হাতের কবজির ওপরের থেকে কাটা।
ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি বয়সে এভারেস্ট জয় করে নতুন রেকর্ড গড়লেন দুর্গাপুরের পরেশ নাথ। সকাল ৫টা ৩৬ মিনিটে এভারেস্ট জয় আজ সকাল ৫টা ৩৬ মিনিটে হাওড়ার মলয় মুখোপাধ্যায়ের নেতৃত্ব এভারেস্ট জয় করল বাংলা দল। এমন কী শু বয়স নয়, তাঁর প্রতিবন্ধকতাকেও হার মানালেন তিনি। বাঁ হাতের কবজির ওপরের থেকে কাটা।
advertisement
4/8
৭ ই এপ্রিল রওনা দেন। ১৯ মে এভারেস্ট্রের চূড়ায পা রাখার কথা ছিল তাঁদের। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় পিছিয়ে যায় অভিযান।
৭ ই এপ্রিল রওনা দেন। ১৯ মে এভারেস্ট্রের চূড়ায পা রাখার কথা ছিল তাঁদের। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় পিছিয়ে যায় অভিযান।
advertisement
5/8
সকালের দিকে আবহাওযা খারাপ হওয়ায় গতকাল রাত সাড়ে দশটায় রওনা হন অভিযানে।
সকালের দিকে আবহাওযা খারাপ হওয়ায় গতকাল রাত সাড়ে দশটায় রওনা হন অভিযানে।
advertisement
6/8
মসামিটে ক্যামপ থেকে রওনা হয়, আজ ভোরে সর্বোচ্চ চূড়ায়। আজই নেমে আসবেন ক্যাম্প টু অথবা থ্রিতে।
মসামিটে ক্যামপ থেকে রওনা হয়, আজ ভোরে সর্বোচ্চ চূড়ায়। আজই নেমে আসবেন ক্যাম্প টু অথবা থ্রিতে।
advertisement
7/8
এভারেস্টে বাংলার জয় ৷
এভারেস্টে বাংলার জয় ৷
advertisement
8/8
এভারেস্টে বাংলার জয় ৷
এভারেস্টে বাংলার জয় ৷
advertisement
advertisement
advertisement