Kojagari Lakshmi Puja Astro Tips: কোজাগরী লক্ষ্মীপুজোয় ভুলেও দেবেন না ‘এই’ রঙের ফুল! ভোগ রাঁধবেন না ‘এই’ বাসনে! রুষ্ট দেবীর কোপে ছারখার হবে জীবন

Last Updated:
Kojagari Lakshmi Puja Astro Tips: কথায় আছে কোজাগরী পূর্ণিমায় মা লক্ষ্মীর আরাধনা করলে মা সকলের মনোবাসনা পূর্ণ করেন।তবে এদিন মায়ের আশীর্বাদ পেতে মেনে চলতে হবে এই কিছু নিয়ম।
1/6
আগামী ৬ অক্টোবর, সোমবার পালিত হবে কোজাগরী লক্ষ্মীপুজো৷ ঘরে ঘরে পূজিত হবেন শ্রী সম্পদের দেবী লক্ষ্মী৷ সোমবার অহোরাত্র অর্থাৎ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সারা দিনই পূর্ণিমা থাকছে৷
আগামী ৬ অক্টোবর, সোমবার পালিত হবে কোজাগরী লক্ষ্মীপুজো৷ ঘরে ঘরে পূজিত হবেন শ্রী সম্পদের দেবী লক্ষ্মী৷ সোমবার অহোরাত্র অর্থাৎ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সারা দিনই পূর্ণিমা থাকছে৷
advertisement
2/6
কথায় আছে কোজাগরী পূর্ণিমায় মা লক্ষ্মীর আরাধনা করলে মা সকলের মনোবাসনা পূর্ণ করেন।তবে এদিন মায়ের আশীর্বাদ পেতে মেনে চলতে হবে এই কিছু নিয়ম।
কথায় আছে কোজাগরী পূর্ণিমায় মা লক্ষ্মীর আরাধনা করলে মা সকলের মনোবাসনা পূর্ণ করেন।তবে এদিন মায়ের আশীর্বাদ পেতে মেনে চলতে হবে এই কিছু নিয়ম।
advertisement
3/6
বিশিষ্ট জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম জানান কোজাগরী লক্ষ্মী পূজার দিন এমন কিছু কাজ রয়েছে যা করলে মা রুষ্ট হন। কী সেই কাজগুলো জানেন ?
বিশিষ্ট জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম জানান কোজাগরী লক্ষ্মী পূজার দিন এমন কিছু কাজ রয়েছে যা করলে মা রুষ্ট হন। কী সেই কাজগুলো জানেন ?
advertisement
4/6
লক্ষ্মীপুজোয় সাদা ফুল একেবারে ব্যবহার করবেন না৷ লাল, গোলাপি কিংবা হলুদ রঙের ফুল মাকে অর্পণ করতে পারেন।
লক্ষ্মীপুজোয় সাদা ফুল একেবারে ব্যবহার করবেন না৷ লাল, গোলাপি কিংবা হলুদ রঙের ফুল মাকে অর্পণ করতে পারেন।
advertisement
5/6
লোহার তৈরি কোন বাসন মা লক্ষ্মীর পুজোতে ব্যবহার করতে পারবেন না। এছাড়াও পুজোর সময় কালো বা সাদা বস্ত্রের উপর মায়ের মূর্তি স্থাপন করা যাবে না।
লোহার তৈরি কোন বাসন মা লক্ষ্মীর পুজোতে ব্যবহার করতে পারবেন না। এছাড়াও পুজোর সময় কালো বা সাদা বস্ত্রের উপর মায়ের মূর্তি স্থাপন করা যাবে না।
advertisement
6/6
কোজাগরী লক্ষ্মীপুজোর দিন ধূপ, প্রদীপ অবশ্যই এদিন মায়ের ডানদিকে রাখবেন। এছাড়াও এ দিন নিজে লাল বা হলুদ বস্ত্র পরে মায়ের পুজো করবেন।
কোজাগরী লক্ষ্মীপুজোর দিন ধূপ, প্রদীপ অবশ্যই এদিন মায়ের ডানদিকে রাখবেন। এছাড়াও এ দিন নিজে লাল বা হলুদ বস্ত্র পরে মায়ের পুজো করবেন।
advertisement
advertisement
advertisement