Bengal BJP: দলে সিনিয়র-জুনিয়রের লড়াই কাটিয়ে, ২০২৬-এর ভোট প্রস্তুতিতে কর্মীদের চাঙ্গা করতে জবরদস্ত 'টনিক' ভূপেন্দ্র যাদবের
- Published by:Pooja Basu
- Reported by:Susmita Mondal
Last Updated:
ছাব্বিশের ভোটের আগে নিচুতলায় দুর্বলতা এবং নবীন-প্রবীণ দ্বন্দ্ব যতটা সম্ভব দ্রুত কাটিয়ে উঠতে হবে। বঙ্গ বিজেপির নির্বাচনী পর্যবেক্ষকের দায়িত্ব নেওয়ার পর শুক্রবার দলের প্রথম বৈঠকে রাজ্য নেতৃত্বকে এমনই বার্তা দিয়েছেন ভূপেন্দ্র যাদব।
কলকাতা: বাংলায় দলের আদি-নব্যের দ্বন্দ্বই এখন মাথা ব্যাথার কারণ পদ্ম শিবিরের। নিজেদের অন্দরের কোন্দলই থামাতে পারছে না যারা, তারা বিরোধীদের সঙ্গে কী লড়াই করবে। এই নিয়ে চিন্তায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেইসব দুর্বলতা কাটিয়ে দলকে একজোট করার টনিক দিতে শুক্রবার দলীয় রাজ্য নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বঙ্গ বিজেপির নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব ।
বুথস্তরে সাংগঠনিক দুর্বলতাই সবচেয়ে বড় চিন্তার কারণ বঙ্গ বিজেপির। তাই ছাব্বিশের ভোটের আগে নিচুতলায় দুর্বলতা এবং নবীন-প্রবীণ দ্বন্দ্ব যতটা সম্ভব দ্রুত কাটিয়ে উঠতে হবে। বঙ্গ বিজেপির নির্বাচনী পর্যবেক্ষকের দায়িত্ব নেওয়ার পর শুক্রবার দলের প্রথম বৈঠকে রাজ্য নেতৃত্বকে এমনই বার্তা দিয়েছেন ভূপেন্দ্র যাদব।
advertisement
advertisement
বঙ্গ বিজেপিতে এই মুহূর্তে আদি-নব্য দ্বন্দ্ব সবচেয়ে বেশি ভাবাচ্ছে কেন্দ্রীয় নেতাদের। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশলও বলেছিলেন সমস্ত স্তরের কমিটিতে ৫০ শতাংশ পুরনোদেরও রাখতে হবে। এদিনের বৈঠকেও ছিলেন বনশল। এছাড়াও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য ছাড়াও সতীশ ধন্দ-সহ চারজন সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
advertisement
সূত্রের খবর, এদিনের বৈঠকে এসে দলে নতুন ও পুরনোদের মধ্যে দ্বন্দ্ব মিটিয়ে দলের সকলকে সক্রিয় করে তুলে নির্বাচনী কাজে নামানোর নির্দেশ দিয়েছেন ভূপেন্দ্র যাদব। পাশাপাশি বুথ কমিটির কাজ নিয়েও ক্ষোভ প্রকাশ করে তিনি জানতে চান, বাকি থাকা বুথগুলিতে কবে কমিটি তৈরি হবে। এলাকাভিত্তিক বিজেপির সাংগঠনিক অবস্থা নিয়ে বিস্তারিত তথ্য নিয়েছেন ভূপেন্দ্র-বিপ্লবরা। পাশাপাশি চলতি মাসের শেষের দিক থেকেই রাজ্যজুড়ে একাধিক কর্মসূচি নিয়ে পথে নামার সিদ্ধান্ত হয়েছে এদিনের বৈঠকে।
advertisement
জেলায় জেলায় বড় কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে। খুব শীঘ্রই কর্মসূচি ঘোষণা করা হবে। সূত্রের খবর, কালীপুজোর আগেই অবশ্য নতুন রাজ্য কমিটিও ঘোষণা হয়ে যাবে। সাংগঠনিক রদবদল বা নতুন কমিটির কোনও নেতিবাচক প্রভাব যাতে দলের নির্বাচনী ক্ষেত্রে না পড়ে সেটাও নজরে রাখা হচ্ছে। নির্বাচনকে মাথায় রেখেই সাংগঠনিক রদবদল করা হবে। দুর্গাপুজো মিটতেই ছাব্বিশের ভোটের রণকৌশল নিয়েই মূলত শুক্রবার বৈঠক হয়েছে। কোন কোন ইস্যুতে কী কর্মসূচি নেওয়া হবে তা নিয়েও আলোচনা হয়েছে এই বৈঠকে। এসআইআর নিয়ে দল কী পন্থা অবলম্বন করবে তা নিয়েও নির্দিষ্ট কিছু গাইড লাইন দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 04, 2025 1:13 PM IST