North Bengal Trains Time Change: এনজেপি ও শিলিগুড়ির একাধিক ট্রেনের সূচিতে বড়সড় রদবদল, বদলে গেল ছাড়ার সময়
- Published by:Debalina Datta
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
North Bengal Trains Time Change: শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার ট্রেনের সময়ের একাধিক বদল, রেলের কাজের জন্যে উত্তরবঙ্গের ট্রেন চলাচলে সাময়িক বদল আনা হয়েছে
: আলিপুরদুয়ার ডিভিশনের সিভোক-রংপো প্রকল্পের অধীনে ইয়ার্ড রি-মডেলিং-এর জন্য সিভোক স্টেশনে ৮ ও ৯ অক্টোবর ২০২৫ তারিখে প্রি-নন-ইন্টারলকিং কাজের এবং ১০ থেকে ১৫ অক্টোবর ২০২৫ তারিখে নন-ইন্টারলকিং কাজের পরিপ্রেক্ষিতে নীচের বিবরণ অনুসারে, নিম্নলিখিত ট্রেনগুলির সময়সূচী পুনঃনির্ধারণ, পথ পরিবর্তন এবং নিয়ন্ত্রণ করা হবে।
advertisement
ট্রেনের সময়সূচি পুনঃনির্ধারণ:➢ ট্রেন নং ৭৫৭১৪ (বামনহাট-শিলিগুড়ি জং.) ডেমু-এর সময়সূচি পরিবর্তন করে ৮ থেকে ১১ অক্টোবর, ২০২৫ তারিখে ০৫:০০ ঘণ্টার পরিবর্তে ০৮:০০ ঘণ্টায় পুনঃনির্ধারণ করা হয়েছে।➢ ট্রেন নং ৭৫৭২৫ (শিলিগুড়ি জং.-নিউ বঙাইগাঁও) ডেমু-এর সময়সূচি পরিবর্তন করে ৮ থেকে ১১ অক্টোবর, ২০২৫ তারিখে ১০:৫০ ঘণ্টার পরিবর্তে ১৩:০০ ঘণ্টায় পুনঃনির্ধারণ করা হয়েছে।➢ ট্রেন নং ৭৫৭২৬ (নিউ বঙাইগাঁও-শিলিগুড়ি জং.)
advertisement
ডেমু-এর সময়সূচি পরিবর্তন করে ১৫ অক্টোবর, ২০২৫ তারিখে ০৬:৩০ ঘণ্টার পরিবর্তে ০৯:৩০ ঘণ্টায় পুনঃনির্ধারণ করা হয়েছে।➢ ট্রেন নং ৭৫৭১৩ (শিলিগুড়ি জং.-বামনহাট) ডেমু-এর সময়সূচি পরিবর্তন করে ১৫ অক্টোবর, ২০২৫ তারিখে ১৬:০৫ ঘণ্টার পরিবর্তে ১৭:৩০ ঘণ্টায় পুনঃনির্ধারণ করা হয়েছে।➢ ট্রেন নং ১৫৬২১ (কামাখ্যা-আনন্দ বিহার টার্মিনাল) এক্সপ্রেসটির সময়সূচি পরিবর্তন করে ৯ অক্টোবর, ২০২৫ তারিখে ০৫:০০ ঘণ্টার পরিবর্তে ০৬:০০ ঘণ্টায় পুনঃনির্ধারণ করা হয়েছে।➢ ট্রেন নং ১৫৪৮৩ (আলিপুরদুয়ার জং.-দিল্লি সিকিম মহানন্দা) এক্সপ্রেসটির সময়সূচি পরিবর্তন করে ১০ ও ১৫ অক্টোবর, ২০২৫ তারিখে ১০:৩০ ঘণ্টার পরিবর্তে যথাক্রমে ১৩:০০ ঘণ্টা এবং ১৪:০০ ঘণ্টায় পুনঃনির্ধারণ করা হয়েছে।➢ ট্রেন নং ১৩২৪৭ (কামাখ্যা-রাজেন্দ্র নগর) ক্যাপিটেল এক্সপ্রেসটির সময়সূচি পরিবর্তন করে ১০ ও ১৫ অক্টোবর, ২০২৫ তারিখে ০৬:১৫ ঘণ্টার পরিবর্তে যথাক্রমে ০৮:০০ ঘণ্টা এবং ১০:০০ ঘণ্টায় পুনঃনির্ধারণ করা হয়েছে।
advertisement
ট্রেনের পথ পরিবর্তন:➢ ট্রেন নং ১৩২৪৮ (আরা–কামাখ্যা) ক্যাপিটেল এক্সপ্রেস ১৪ অক্টোবর,২০২৫ তারিখে শিলিগুড়ি জং., নিউ জলপাইগুড়ি জং., নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙাইগাঁও হয়ে চলবে এবং জলপাইগুড়ি রোড, ধূপগুড়ি, ফালাকাটা, নিউ কোচবিহার এবং নিউ আলিপুরদুয়ারে অস্থায়ী স্টপেজ দেওয়া হবে৷➢ ট্রেন নং ১৯৬১৫ (উদয়পুর চিটি–কামাখ্যা)কবিগুরু এক্সপ্রেস ১৩ অক্টোবর,২০২৫ তারিখে নিউ জলপাইগুড়ি জং., রানিনগর জলপাইগুড়ি, ধূপগুড়ি, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, শামুকতোলা রোড, নিউ বঙ্গাইগাঁও এবং ধুপগুড়ি, নিউ কোচবিহার, এবং নিউ আলিপুরদুয়ারে অস্থায়ী স্টপেজ দেওয়া হবে।
advertisement