সানশেড ভেঙে চাপা পড়ে ভয়ঙ্কর বিপত্তি, পাঁচজনের ভয়ঙ্কর পরিণতি... তুমুল চাঞ্চল্য এলাকায়
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
স্থানীয় সূত্রে খবর, কংক্রিটের সানশেড ভেঙে চাপা পড়ে গুরুতর জখম হন এক শিশু ও এক মহিলা-সহ মোট পাঁচজন। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত যাত্রাপুর গ্রামে।
সমীর রুদ্র, নদিয়া: সানশেড ভেঙে চাপা পড়ে আহত মহিলা ও শিশু-সহ মোট পাঁচ জন। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, কংক্রিটের সানশেড ভেঙে চাপা পড়ে গুরুতর জখম হন এক শিশু ও এক মহিলা-সহ মোট পাঁচজন। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত যাত্রাপুর গ্রামে। জানা গিয়েছে, ওই গ্রামের বাসিন্দা উপেন মণ্ডলের বাড়িতে টিনের শেড মেরামতের কাজ করছিলেন সোনারুল সেখ নামে এক নির্মাণ শ্রমিক। সেই সময় ওই ঘরের সানশেডের নীচে বসে ছিলেন বাড়ির লোকজন। হঠাৎই সানশেড ভেঙে পড়লে বাড়ি মালিক উপেন মণ্ডল, তাঁর ছেলে ও নাতি এবং এক মহিলা, আত্মীয় এবং ওই নির্মাণ শ্রমিক-সহ মোট পাঁচ জন গুরুতর জখম হন। তাঁদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা।
advertisement
advertisement
এমনিতেই শহর ও শহরতলির বহু আবাসন কিংবা পুরনো বহুতলের নীচে লেখা থাকে বিপজ্জনক বাড়ি। সাবধান করার পরেও সতর্কতায় গাফিলতি থেকেই যাচ্ছে। ঘটনায় পাঁচজন জখম হওয়ার পরে আতঙ্ক বেড়েছে আরও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 24, 2025 12:45 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সানশেড ভেঙে চাপা পড়ে ভয়ঙ্কর বিপত্তি, পাঁচজনের ভয়ঙ্কর পরিণতি... তুমুল চাঞ্চল্য এলাকায়

