Special Metro Service For Durga Puja Carnival: কার্নিভালের জন্য বিশেষ মেট্রো, যেখানেই থাকুন যেতে আসতে-যেতে কোনও সমস্যা
- Published by:Debalina Datta
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Special Metro Service For Durga Puja Carnival: ব্লু ও গ্রীন লাইনে রাতে অতিরিক্ত মেট্রো
: কলকাতা মেট্রোরেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রবিবার ৫ অক্টোবর পুজো কার্নিভালের দিন দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম এবং সল্টলেক সেক্টর ফাইভ-শিয়ালদহ-হাওড়া ময়দান রুটে বাড়তি মেট্রো চালানো হবে। রোজকার সময়ে রাতের শেষ মেট্রোর পরও আপ ও ডাউনে মোট ৬টি অতিরিক্ত মেট্রো পাওয়া যাবে। ২০ মিনিট অন্তর সেই পরিষেবা মিলবে। তার সময়সূচিও ঘোষণা করা হয়েছে।
advertisement
advertisement
advertisement
রবিবার, ৫ অক্টোবর রেড রোডে পুজো কার্নিভালের মধ্যে দিয়ে তার সমাপ্তি ঘটবে। ওইদিন কলকাতার সমস্ত নামীদামি পুজো উদ্যোক্তারা প্রতিমা-সহ রেড রোডের কার্নিভালের অংশ নেবেন, তারপর বাঁজাকদমতলা ঘাটে হবে বিসর্জন। গত কয়েকবছর ধরে পুজো কার্নিভাল কলকাতার এক বড় উৎসব। দেশি, বিদেশি অতিথি-সহ হাজার হাজার দর্শনার্থী শামিল হন তাতে। সেই ভিড় সামলাতে এবার কার্নিভালের রাতে বাড়তি মেট্রো পরিষেবার কথা ঘোষণা করল কর্তৃপক্ষ। ব্লু ও গ্রিন লাইনে ওইদিন বেশি রাত পর্যন্ত মেট্রো পাওয়া যাবে।
advertisement
এর পাশাপাশি রবিবার অন্যান্য সময় ধরে যেমন মেট্রো পাওয়া যায় তেমন পাওয়া যাবে। ব্লু ও গ্রীন লাইনেই যেহেতু সবচেয়ে বেশি মানুষ যাতায়াত করেন এবং শহরের প্রধান অংশকে সংযুক্ত করে কানেক্ট করে তাই বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কার্নিভাল শুরু হয়ে যাবে বিকেল চারটে নাগাদ। প্রায় ১০০ বেশি ক্লাব এই কার্নিভালে অংশ নেবে। তাই প্রতি ক্লাবের পারফরম্যান্স জন্য ৫ মিনিট সময় বরাদ্দ থাকলেও তা অনেকটা। এই কারণে বাড়ি ফিরতে লেট হতে পারে। বাড়ি যাওয়া সহজ করতে তাই রাতে বিশেষ মেট্রো থাকছে।