West Medinipur News: সিঁদুর খেলায় উমাকে বিদায়! পুজো শেষে মন ভারাক্রান্ত, শূন্যতায় পৃথিবী

Last Updated:
আবারও একটি বছরের অপেক্ষা। চারদিনব্যাপী আনন্দ উৎসব শেষে দেবী দুর্গা কৈলাসের পথে। সন্তানদের নিয়ে মর্ত্য ত্যাগ করে উমা ফিরছেন স্বামী গৃহে। ভক্তদের মন ভারাক্রান্ত হলেও এ বিদায় মেনে নেওয়া ছাড়া উপায় নেই।
1/6
আবারো একটি বছরের অপেক্ষা। চারদিনব্যাপী আনন্দ উৎসব শেষে দেবী দুর্গা কৈলাসের পথে। সন্তানদের নিয়ে মর্ত্য ত্যাগ করে উমা ফিরছেন স্বামী গৃহে। ভক্তদের মন ভারাক্রান্ত হলেও এ বিদায় মেনে নেওয়া ছাড়া উপায় নেই। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
আবারো একটি বছরের অপেক্ষা। চারদিনব্যাপী আনন্দ উৎসব শেষে দেবী দুর্গা কৈলাসের পথে। সন্তানদের নিয়ে মর্ত্য ত্যাগ করে উমা ফিরছেন স্বামী গৃহে। ভক্তদের মন ভারাক্রান্ত হলেও এ বিদায় মেনে নেওয়া ছাড়া উপায় নেই।( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
2/6
শহরের অলিতে-গলিতে, গ্রামে-গঞ্জে সর্বত্রই একই দৃশ্য। ঢাকের বাদ্য আর শঙ্খধ্বনির মাঝে ভেসে আসে বিদায়ের সুর। দেবী বিসর্জনের আগে বরণ পর্বে মাতৃমূর্তিকে প্রণাম জানাতে ছুটে আসেন মহিলারা। (ছবি ও তথ্য মিজানুর রহমান )
শহরের অলিতে-গলিতে, গ্রামে-গঞ্জে সর্বত্রই একই দৃশ্য। ঢাকের বাদ্য আর শঙ্খধ্বনির মাঝে ভেসে আসে বিদায়ের সুর। দেবী বিসর্জনের আগে বরণ পর্বে মাতৃমূর্তিকে প্রণাম জানাতে ছুটে আসেন মহিলারা। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
3/6
পান পাতা, সিঁদুর ও উলুধ্বনিতে মণ্ডপপ্রাঙ্গণ মুখরিত। মহিলারা মেতে ওঠেন বরণ পর্বে। দেবীর চরণে অর্পিত হয় প্রণাম, কপালে লাগে সিঁদুর, হাতে ধরা পান পাতা। মাতৃবন্দনার এ আচার শেষে শুরু হয় বিদায়ের আয়োজন। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
পান পাতা, সিঁদুর ও উলুধ্বনিতে মণ্ডপপ্রাঙ্গণ মুখরিত। মহিলারা মেতে ওঠেন বরণ পর্বে। দেবীর চরণে অর্পিত হয় প্রণাম, কপালে লাগে সিঁদুর, হাতে ধরা পান পাতা। মাতৃবন্দনার এ আচার শেষে শুরু হয় বিদায়ের আয়োজন। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
4/6
সিঁদুর খেলায় এক অনন্য আবহ তৈরি হয়। মহিলারা সিঁদুর দিয়ে একে অপরকে রাঙিয়ে তোলেন। লাল সিঁদুরে রঙিন হয়ে ওঠে মুখ, শাড়ি আর পরিবেশ। আনন্দের মাঝেই লুকিয়ে থাকে অশ্রু, বিদায়ের ব্যথা। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
সিঁদুর খেলায় এক অনন্য আবহ তৈরি হয়। মহিলারা সিঁদুর দিয়ে একে অপরকে রাঙিয়ে তোলেন। লাল সিঁদুরে রঙিন হয়ে ওঠে মুখ, শাড়ি আর পরিবেশ। আনন্দের মাঝেই লুকিয়ে থাকে অশ্রু, বিদায়ের ব্যথা।( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
5/6
ঘাটালের বিভিন্ন পুজোমণ্ডপে এদিন উপচে পড়ে মহিলাদের ভিড়। সকলে উমাকে বিদায় জানাতে আসেন। বরণ ও সিঁদুর খেলার মাঝেই প্রকাশ পায় বাঙালির চিরন্তন আবেগ—বিদায়েও আনন্দ, আনন্দেও বেদনা।( ছবি ও তথ্য মিজানুর রহমান )
ঘাটালের বিভিন্ন পুজোমণ্ডপে এদিন উপচে পড়ে মহিলাদের ভিড়। সকলে উমাকে বিদায় জানাতে আসেন। বরণ ও সিঁদুর খেলার মাঝেই প্রকাশ পায় বাঙালির চিরন্তন আবেগ—বিদায়েও আনন্দ, আনন্দেও বেদনা। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
6/6
ঘাটালের বাসিন্দা পম্পা মাঝি বলেন, “আবারো একটি বছরের অপেক্ষা। মন খারাপ হলেও মেনে নিতেই হবে।” সত্যিই, দেবীর বিদায় বাঙালির মনে তৈরি করে শূন্যতা। তবে সেই শূন্যতাই আবার ভরে ওঠে আগামী বছরের নতুন আশায়। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
ঘাটালের বাসিন্দা পম্পা মাঝি বলেন, “আবারো একটি বছরের অপেক্ষা। মন খারাপ হলেও মেনে নিতেই হবে।” সত্যিই, দেবীর বিদায় বাঙালির মনে তৈরি করে শূন্যতা। তবে সেই শূন্যতাই আবার ভরে ওঠে আগামী বছরের নতুন আশায়।( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
advertisement
advertisement