WhatsApp Web-এর নয়া ফিচার, এবার একসঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন ৫০ জন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
কীভাবে ব্যবহার করবেন এই ফিচারটি জেনে নিন...
advertisement
advertisement
এই মুহূর্তে এই ফিচারটি শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ওয়েবের জন্য লঞ্চ করেছে কোম্পানি, মানে বর্তমানে শুধু ডেক্সটপ ও ল্যাপটপ থেকেই এই ফিচারটি ব্যবহার করা সম্ভব। স্মার্টফোনের জন্য কবে এই ফিচারটি লঞ্চ করা হবে যা এখনও সঠিক জানা যায় নি। রুম ফিচারটি কিছু মাস আগেই Facebook Messenger-এ গ্রুপ ভিডিও কলিং এর জন্য লঞ্চ করেছিল কোম্পানি। কীভাবে ব্যবহার করবেন এই ফিচারটি জেনে নিন...
advertisement
Messenger Rooms ফিচারটি ব্যবহার করার জন্য আপনার ডিভাইসে হোয়াটসঅ্যাপ ওয়েবের লেটেস্ট ভার্সন থাকতে হবে। রুম ক্রিয়েট করার জন্য সবার প্রথমে নিজের সিস্টেমে হোয়াটসঅ্যাপ ওপেন করুন। এবার স্ক্রিনের উপরে বাঁ দিকে থাকা তিনটি ডটে ক্লিক করুন। এবার একটি ভিডিও চালু হবে, আর সোজা এই ফিচারটির পেজে ডিরেক্ট হয়ে যাবেন।
advertisement