WhatsApp Update: হোয়াটসঅ্যাপের ভিডিও কল এবার আরও উন্নত, কম আলোতেও নিশ্চিন্তে করুন চ্যাট
- Published by:Ananya Chakraborty
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
WhatsApp Update: হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, ভিডিয়ো কলে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন থেকে লো লাইট মোড
ভিডিও কলে নতুন আপডেট নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। সুযোগসুবিধা বেড়েছে অনেক। ইউজাররা এখন ফিল্টার এবং ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারছেন। তবে একটা ফিচার বেশিরভাগ ইউজারেরই নজর এড়িয়ে গিয়েছে। খুব সম্ভবত হোয়াটসঅ্যাপ নিজেও এই ফিচারের কথা বিশেষভাবে উল্লেখ করেনি। সেটা হল ভিডিও কলের জন্য হোয়াটস অ্যাপের নতুন ‘লো লাইট মোড’।
advertisement
advertisement
advertisement
advertisement
ধাপে ধাপে যা করতে হব: প্রথমে হোয়াটসঅ্যাপ খুলতে হবে। এবার ইউজার বন্ধু বা আত্মীয়স্বজন যে কাউকে ভিডিও কল করতে পারেন ইউজার। ভিডিও কল করার পর ফিডকে ফুল স্ক্রিনে নিয়ে যেতে হবে। এই পর্যায়ে স্ক্রিনের উপরের ডানদিকের কোণে ‘বাল্ব’ লোগো দেখা যাবে। এতে ট্যাপ করলেই লো লাইট মোড চালু হয়ে যাবে। আবার ওই বাটন প্রেস করেই লো লাইট মোড করতে পারবেন ইউজার।
advertisement
advertisement
advertisement