১ লিটার পেট্রোলে Royal Enfield Bullet 350 কত কিলোমিটার চলে? জানুন আসল মাইলেজ

Last Updated:
এখন দেখে নেওয়া যাক এক লিটার পেট্রোলে ঠিক কতটা দূর যেতে পারে এই বাইক বুলেট ৩৫০ সিঙ্গেল সিলিন্ডার ৪ স্ট্রোক এয়ার ওয়েল কুলড ইঞ্জিন আছে। মোটরসাইকেলে এই ইঞ্জিন থেকে ৬,১০০ rpm-এ ১৪.৮৭ কিলো ওয়াট শক্তি পাওয়া যায়।
1/5
বাইকপ্রেমীরা জানেন, Royal Enfield বছরের পর বছর ধরে তাদের বাইকের ফিচার আপডেট করছে। তাই মানুষের মধ্যে এর জনপ্রিয়তা অব্যাহত রয়েছে। ফিচার আপডেট হওয়ায় এই মোটরসাইকেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। Royal Enfield Bullet 350 এর দাম বর্তমানে প্রায় আড়াই লাখ টাকার কাছাকাছি। ফলে অনেকের এই বাইকের শখ থাকলেও কেনার মতো সাধ্য থাকছে না।
বুলেট ৩৫০ রয়্যাল এনফিল্ড বাইকচালকদের কাছে অন্যতম জনপ্রিয় একটি বাইক। এই বাইকপ্রেমীদের কাছে এই বাইকের চাহিদা দিন প্রতিদিন বেড়েছে।
advertisement
2/5
মিটিওর ৩৫০-তে রয়েছে একই ৩৪৯ সিসি ইঞ্জিন। এর গড় মাইলেজ প্রায় ৩৫ কিলোমিটার প্রতি লিটার। এর বিশেষত্ব হল আরামদায়ক সিট এবং দীর্ঘ দূরত্বে মসৃণ রাইডিং, যার কারণে এটি তরুণদের মধ্যে খুবই জনপ্রিয় বাইকের মডেল।
দেখে নেওয়া যাক এক লিটার পেট্রোলে ঠিক কতটা দূর যেতে পারে এই বাইকবুলেট ৩৫০ সিঙ্গেল সিলিন্ডার ৪ স্ট্রোক এয়ার ওয়েল কুলড ইঞ্জিন আছে।মোটরসাইকেলে এই ইঞ্জিন থেকে ৬,১০০ rpm-এ ১৪.৮৭ কিলো ওয়াট শক্তি পাওয়া যায়।
advertisement
3/5
 এই বাইকের ইঞ্জিনে রয়েছে রয়েছে ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশনের সুবিধা।<br />জানা গিয়েছে, এই বাইকটি অর্থাৎ বুলেট ৩৫০ ইঞ্জিন-সহ এক লিটার পেট্রোলে মোট ৩৫ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে।
এই বাইকের ইঞ্জিনে রয়েছে রয়েছে ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশনের সুবিধা।জানা গিয়েছে, এই বাইকটি অর্থাৎ বুলেট ৩৫০ ইঞ্জিন-সহ এক লিটার পেট্রোলে মোট ৩৫ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে।
advertisement
4/5
বুলেটে ৩৪৯ সিসির ইঞ্জিন রয়েছে এবং এটি গড়ে প্রতি লিটার পেট্রলে ৩৫-৩৭ কিলোমিটার চলতে পারে। শহর ও হাইওয়েতে এর পারফরম্যান্স দুই ক্ষেত্রেই ভাল।
এই মোটরসাইকেলে রয়েছে মোট ৫ স্পিড গিয়ার বক্স। একইসঙ্গে এই বাইকে রয়েছে ১৭০ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং ১৩৯০ এমএম হুইলবেস।
advertisement
5/5
 বুলেট ৩৫০-এর এক্স শোরুম মূল্য শুরু ১ লক্ষ ৬২ হাজার ১৬১ টাকা থেকে।
বুলেট ৩৫০-এর এক্স শোরুম মূল্য শুরু ১ লক্ষ ৬২ হাজার ১৬১ টাকা থেকে।
advertisement
advertisement
advertisement