নিরাপদ নয় WhatsApp! গুগল সার্চে ফাঁস ব্যবহারকারীদের ফোন নম্বর, জেনে নিন কীভাবে

Last Updated:
গুগল সার্চে দেখা যাচ্ছে ব্যবহারকারীদের নাম্বার, জেনে নিন কীভাবে
1/6
হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। নিত্য নতুন ফিচার নিয়ে এসে আরও জনপ্রিয় হয়ে উঠছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। কিন্তু সেই অ্য়াপ এখন নাকি নিরাপদ নয়। আশঙ্কা করা হচ্ছে, হোয়্যাটসঅ্যাপের একটি বাগের ফলে অ্যাকাউন্টের সঙ্গে জুড়ে থাকা নম্বরটি প্রকাশিত হয়ে যেতে পারে গুগলে।
হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। নিত্য নতুন ফিচার নিয়ে এসে আরও জনপ্রিয় হয়ে উঠছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। কিন্তু সেই অ্য়াপ এখন নাকি নিরাপদ নয়। আশঙ্কা করা হচ্ছে, হোয়্যাটসঅ্যাপের একটি বাগের ফলে অ্যাকাউন্টের সঙ্গে জুড়ে থাকা নম্বরটি প্রকাশিত হয়ে যেতে পারে গুগলে।
advertisement
2/6
২৯ হাজার থেকে ৩ লাখ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ফোন নম্বার টেক্সট হিসেবে সার্চ করলেই উঠে আসছে গুগল প্ল্যাটফর্মে, এমনটাই জানিয়েছেন বাগ বাউন্টি হান্টার অতুল জয়রাম। ফলে এককথায় বলা চলে, আপনার ব্যক্তিগত নম্বর ইন্টারনেট জগত একেবারে উন্মুক্ত হয়ে যেতে পারে, যা মোটেই ভাল কথা নয়।
২৯ হাজার থেকে ৩ লাখ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ফোন নম্বার টেক্সট হিসেবে সার্চ করলেই উঠে আসছে গুগল প্ল্যাটফর্মে, এমনটাই জানিয়েছেন বাগ বাউন্টি হান্টার অতুল জয়রাম। ফলে এককথায় বলা চলে, আপনার ব্যক্তিগত নম্বর ইন্টারনেট জগত একেবারে উন্মুক্ত হয়ে যেতে পারে, যা মোটেই ভাল কথা নয়।
advertisement
3/6
হোয়াটসঅ্যাপের একটি ফিচার ‘‌ক্লিক টু চ্যাট’-এ একটি বাগ পাওয়া গেছে যার ফলে ব্যবহারকারীদের গোপনীয়তা সংকটে রয়েছে। গুগল সার্চ অপশনটিকে ইনডেক্স করে দিয়েই এই সমস্যা বেড়েছে বলে মনে করা হচ্ছে। অতুল বলেছেন, যাঁরা এই ফিচারটি ব্যবহার করেন, গুগল সার্চ রেজাল্টে এটি ফিচারের মেটাডেটা হিসাবে দেখা যেতে পারে। এবং এই ফোন নম্বর ছড়িয়ে পড়ার পদ্ধতিটি খুব একটা কঠিন ব্যপার নয়।
হোয়াটসঅ্যাপের একটি ফিচার ‘‌ক্লিক টু চ্যাট’-এ একটি বাগ পাওয়া গেছে যার ফলে ব্যবহারকারীদের গোপনীয়তা সংকটে রয়েছে। গুগল সার্চ অপশনটিকে ইনডেক্স করে দিয়েই এই সমস্যা বেড়েছে বলে মনে করা হচ্ছে। অতুল বলেছেন, যাঁরা এই ফিচারটি ব্যবহার করেন, গুগল সার্চ রেজাল্টে এটি ফিচারের মেটাডেটা হিসাবে দেখা যেতে পারে। এবং এই ফোন নম্বর ছড়িয়ে পড়ার পদ্ধতিটি খুব একটা কঠিন ব্যপার নয়।
advertisement
4/6
ক্লিক টু চ্যাট ফিচার ব্যবহার করে চ্যাট করার সময় একটি লিঙ্ক তৈরি হয়। যা হল https://wa.me/&#8221। জয়রাম বলেন, হোয়াটসঅ্যাপে চ্যাট এনক্রিপটেড কিন্তু ফোন নম্বর এনক্রিপ্ট নয়। যদি এই লিঙ্ক কেউ শেয়ার করে সহজেই তার ফোন নাম্বার দেখা যাবে।
ক্লিক টু চ্যাট ফিচার ব্যবহার করে চ্যাট করার সময় একটি লিঙ্ক তৈরি হয়। যা হল https://wa.me/&#8221। জয়রাম বলেন, হোয়াটসঅ্যাপে চ্যাট এনক্রিপটেড কিন্তু ফোন নম্বর এনক্রিপ্ট নয়। যদি এই লিঙ্ক কেউ শেয়ার করে সহজেই তার ফোন নাম্বার দেখা যাবে।
advertisement
5/6
তিনি আরও জানিয়েছেন যে, যদি কোনও ব্যবহারকারী whatsapp.web ব্যবহারের সময় ক্লিক টু চ্যাট লিঙ্ক অর্থাৎ url তার বন্ধুকে শেয়ার করে, তাহলে ফোন নম্বর দেখা যাবে url এর মধ্যে। শেয়ার করা মেসেজ ডিলিট করার পরও গুগলের কাছে থেকে যাবে আপনার ফোন নম্বার।
তিনি আরও জানিয়েছেন যে, যদি কোনও ব্যবহারকারী whatsapp.web ব্যবহারের সময় ক্লিক টু চ্যাট লিঙ্ক অর্থাৎ url তার বন্ধুকে শেয়ার করে, তাহলে ফোন নম্বর দেখা যাবে url এর মধ্যে। শেয়ার করা মেসেজ ডিলিট করার পরও গুগলের কাছে থেকে যাবে আপনার ফোন নম্বার।
advertisement
6/6
এর ফলে হোয্যাটসঅ্যাপ ব্যবহারকারীদয়ের প্রোফাইল পাওয়াও সহজ হবে। ব্যবহারকারীর ছবি পেতে সুবিধা হবে। সব মিলিয়ে নিরাপত্তার অভাব দেখা দেবে।
এর ফলে হোয্যাটসঅ্যাপ ব্যবহারকারীদয়ের প্রোফাইল পাওয়াও সহজ হবে। ব্যবহারকারীর ছবি পেতে সুবিধা হবে। সব মিলিয়ে নিরাপত্তার অভাব দেখা দেবে।
advertisement
advertisement
advertisement