WhatsApp-এ বিরক্তিকর অ্যালার্ট বন্ধ! এবার আসছে গ্রুপ চ্যাট নোটিফিকেশন মিউটের সুবিধা
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
WhatsApp-এ এখন গ্রুপ চ্যাটের '@everyone' ট্যাগ মিউট করা যাবে। সেই সঙ্গে অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে সরাসরি মেসেজ অনুবাদের সুবিধা চালু হয়েছে
advertisement
advertisement
advertisement
একটি ক্লিপ শেয়ার করা হয়েছে, যেখানে ইউজাররা WhatsApp-এ গ্রুপে @everyone অপশনে মিউট এনেবল করতে পারবেন। এর মানে হল চ্যাটে টেক্সট নিজের মতো আসতে থাকবে, শুধু WhatsApp ইউজারদের অবহিত করবে না। WhatsApp গ্রুপ নোটিফিকেশনগুলিতে রেগুলার মিউট ফিচারের নীচেই নতুন মিউট অপশন থাকবে, যা শীঘ্রই নতুন বিটা ভার্সনে এসে যাবে।
advertisement
advertisement
মেটা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই প্রসঙ্গে বলেছে যে, "১৮০টিরও বেশি দেশের ৩ বিলিয়নেরও বেশি মানুষ WhatsApp ব্যবহার করে এবং আমরা আমাদের ইউজারদের বিশ্বের যেখানেই থাকুন না কেন, তাঁদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংযুক্ত রাখার জন্য সর্বদা কাজ করে যাচ্ছি। এই কারণেই আমরা WhatsApp-এ মেসেজ ট্রান্সলেশন আনতে পেরে উত্তেজিত, যাতে আপনি আরও সহজেই বিভিন্ন ভাষায় যোগাযোগ করতে পারেন।"
advertisement
advertisement
advertisement