হোম » ছবি » প্রযুক্তি » তীব্র গরমে ২৪ ঘণ্টা ফ্রিজ চলছে ? এই নিয়ম মেনে চালান, বিদ্যুৎ বিল আসবে নামমাত্র

তীব্র গরমে ২৪ ঘণ্টা ফ্রিজ চলছে ? এই নিয়ম মেনে চালান, বিদ্যুৎ বিল আসবে নামমাত্র

  • 17

    তীব্র গরমে ২৪ ঘণ্টা ফ্রিজ চলছে ? এই নিয়ম মেনে চালান, বিদ্যুৎ বিল আসবে নামমাত্র

    এই গ্রীষ্মে সবচেয়ে প্রয়োজনীয় বৈদ্যুতীন যন্ত্রগুলির মধ্যে রেফ্রিজারেটর খুবই গুরুত্বপূর্ণ। সঠিক ভাবে ব্যবহার করতে পারলে, কোনও ফ্রিজ অনায়াসে ১০ থেকে ১৫ ঘন্টা চলতে পারে। কিন্তু অনেক সময়ই ফ্রিজ ঘন ঘন মেরামতির প্রয়োজন হয়। অথচ, এই যন্ত্রটি ছাড়া এক মুহূর্ত কাটানো সম্ভব নয় গরম কালে।

    MORE
    GALLERIES

  • 27

    তীব্র গরমে ২৪ ঘণ্টা ফ্রিজ চলছে ? এই নিয়ম মেনে চালান, বিদ্যুৎ বিল আসবে নামমাত্র

    তবে চিন্তার কোনও কারণ নেই। এক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করলে যন্ত্রের স্বাস্থ্য বজায় রাখা সম্ভব। একটি ফ্রিজই চলতে পারে দীর্ঘদিন। রেফ্রিজারেটরের স্বাস্থ্য বজায় রাখতে কী কী করতে হবে দেখে নেওয়া যাক এক নজরে—

    MORE
    GALLERIES

  • 37

    তীব্র গরমে ২৪ ঘণ্টা ফ্রিজ চলছে ? এই নিয়ম মেনে চালান, বিদ্যুৎ বিল আসবে নামমাত্র

    অনেক সময় তাড়াহুড়ো করে ফ্রিজ থেকে কিছু বের করার পর ঠিক মতো দরজা বন্ধ করা হয় না। বেশ খানিকক্ষণ দরজা খোলা থাকলে ফ্রিজে গরম হাওয়া ঢুকে গিয়ে খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে ফ্রিজের দরজা সবসময় ভাল ভাবে বন্ধ করে রাখা দরকার। মাঝে মধ্যেই ফ্রিজের দরজার রবার পরিষ্কার করা প্রয়োজন।

    MORE
    GALLERIES

  • 47

    তীব্র গরমে ২৪ ঘণ্টা ফ্রিজ চলছে ? এই নিয়ম মেনে চালান, বিদ্যুৎ বিল আসবে নামমাত্র

    ফ্রিজ বছরের পর বছর চলতে থাকলে অনেক সময় পিছনের কয়েলে ধুলো-ময়লা জমে যায়। এই অবস্থায়, প্রথমেই রেফ্রিজারেটরটি দেয়াল থেকে সামনের দিকে টেনে নিতে হবে। এরপর ভ্যাকুয়ম ক্লিনারের সাহায্যে নীচের কয়েলগুলি পরিষ্কার করে ফেলতে হবে।

    MORE
    GALLERIES

  • 57

    তীব্র গরমে ২৪ ঘণ্টা ফ্রিজ চলছে ? এই নিয়ম মেনে চালান, বিদ্যুৎ বিল আসবে নামমাত্র

    ফ্রিজ খালি রাখা ঠিক নয়। যতদূর সম্ভব পূর্ণ রাখতে হবে। যত বেশি ভরা থাকবে, ফ্রিজের কাজ করা তত সহজ হবে। খুব বড় ফ্রিজ এবং খাবার দাবার কম যদি থাকে তাহলে চেষ্টা করতে হবে অন্তত জলের বোতল ভরে রাখার।

    MORE
    GALLERIES

  • 67

    তীব্র গরমে ২৪ ঘণ্টা ফ্রিজ চলছে ? এই নিয়ম মেনে চালান, বিদ্যুৎ বিল আসবে নামমাত্র

    গ্রীষ্ম হোক বা শীত— যেকোনও মরশুমে ফ্রিজের তাপমাত্রা খুব বেশি বাড়ানো বা কমানো উচিত নয়। সর্বদা ফ্রিজের তাপমাত্রা ৩৭ থেকে ৪০ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে সেট করা এবং সর্বদা ফ্রিজারটি ০ ফারেনহাইটের মধ্যে রাখা উচিত।

    MORE
    GALLERIES

  • 77

    তীব্র গরমে ২৪ ঘণ্টা ফ্রিজ চলছে ? এই নিয়ম মেনে চালান, বিদ্যুৎ বিল আসবে নামমাত্র

    বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা থাকলে বারবার ফ্রিজ না খুলে তার দরজা বন্ধ রাখতে হবে। এতে ফ্রিজের ভিতরের শীতলতা অনেকক্ষণ বজায় থাকবে। খাবার দাবারও ভাল থাকবে।

    MORE
    GALLERIES